ঢাবি সিনেটে তিন সিন্ডিকেট সদস্য নির্বাচিত

ঢাবি প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১৪ জুন ২০২০, ২১:১৩
অ- অ+

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য হিসেবে আগামী এক বছরের জন্য তিনজনকে নির্বাচিত করা হয়েছে।

রবিবার বিকালে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত সিনেট অধিবেশনে সর্বসম্মতিক্রমে এ নির্বাচন সম্পন্ন হয়।

শিক্ষক ক্যাটাগরি এবং রে‌জিস্ট্রার গ্র্যাজুয়েট ক্যাটাগরিতে পুনরায় নির্বাচিত হয়েছেন যথাক্রমে ঢাবির ব্যবসায় শিক্ষা অনুষদের সাবেক ডিন অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল ইসলাম এবং বঙ্গবন্ধু সমাজকল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক ও বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক এস এম বাহালুল মজনুন।

বিশিষ্ট নাগরিক হিসেবে ইসলামী বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু চেয়ার অধ্যাপক এ কে এম শামসুজ্জামান খান নির্বাচিত হন। এছাড়া ফিন্যান্স ক‌মি‌টির (এফ‌সি) সদস্য হিসেবে মনোনীত হয়েছেন সোনালী ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আতাউর রহমান প্রধান।

এর আগে বিকাল ৩টায় বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে এ অধিবেশন শুরু হয়। বাজেটবিহীন সিনেট অধিবেশনকে গুরুত্বহীন উল্লেখ করে অধিবেশন অংশগ্রহণ করেননি বিশ্ববিদ্যালয়ের দুই প্রো-উপাচার্য। একই কারণে উপস্থিত হননি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল এবং কোষাধ্যক্ষ অধ্যাপক কামাল উদ্দীন। এজন্য সিনেট অধিবেশন একাই পরিচালনা করেছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান।

(ঢাকাটাইমস/১৪জুন/এমআই/জেবি)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
এক মোটরসাইকেলে যাচ্ছিল ৪ বন্ধু, ট্রাক চাপায় প্রাণ গেল দুজনের
ভারতের সামরিক অভিযানের দ্রুত, দৃঢ় ও কঠোর জবাব দেওয়া হবে: পাকিস্তানের সেনাপ্রধান
সুনামগঞ্জে কোটি টাকা মূল্যের ভারতীয় ৯০টি গরুসহ নৌকা জব্দ 
সাবেক আইজিপি মোদাব্বির হোসেন চৌধুরীর ইন্তেকাল 
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা