১০১ বছরে প্রয়াত কিংবদন্তি নৃত্যশিল্পী অমলা শঙ্কর

বিনোদন ডেস্ক
  প্রকাশিত : ২৪ জুলাই ২০২০, ১২:১৪
অ- অ+

ভারতের তথা পশ্চিমবাংলার কিংবদন্তী নৃত্যশিল্পী অমলা শঙ্কর আর নেই। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ১০১ বছর। শুক্রবার ভোরে বার্ধক্যজনিত অসুস্থতার কারণেই তার মৃত্যু হয়েছে। অমলা শঙ্করের নাতনি শ্রীনন্দাশঙ্কর শুক্রবার সকালে ফেসবুকে একটি পোস্ট দিয়ে এই খবর জানান।

দাদির সঙ্গে তোলা বেশকিছু ছবি পোস্ট করে শ্রীনন্দাশঙ্কর লেখেন, ‘আজ ১০১ বছর বয়সে আমাদের ছেড়ে চলে গেলেন ঠাকুমা। গত মাসেই তার জন্মদিন পালন করেছিলাম। মুম্বাই থেকে কলকাতার কোনো ফ্ল্যাইট নেই, তাই খুব অস্থির লাগছে। মন ভেঙে গেছে। তার আত্মার শান্তি কামনা করি। একটা অধ্যায়ের সমাপ্তি হল। লাভ ইউ ঠাম্মা। সবকিছুর জন্য তোমাকে ধন্যবাদ।’

গত মাসেই অমলা শঙ্ককের ১০১তম জন্মদিন সেলিব্রেট করেছিল তার পরিবার। তারপর এক মাস না কাটতেই শুক্রবার ভোরে তার প্রয়াণের খবর আসে। প্রবাদপ্রতীম নৃত্যশিল্পী অমলা শঙ্করের প্রয়াণে শোকের ছায়া নেমে এসেছে পশ্চিমবাংলার নৃত্যজগতে। অনেকেই তাঁর মৃত্যুতে শোকপ্রকাশ করে তাঁর আত্মার শান্তি কামনা করেছেন।

১৯১৯ সালের ২৭ জুন জন্ম হয় অমলা শঙ্করের। ১৯৩১ সালে মাত্র ১১ বছর বয়সে তিনি প্যারিসের ইন্টারন্যাশনাল কলোনিয়াল এগজিবিশনে অংশ নেন। ওই সময়েই শঙ্কর পরিবারের সঙ্গে তার যোগাযোগ হয়।

কিছুদিন পর থেকেই তিনি স্বামী উদয় শঙ্করের কাছে তালিম নিতে শুরু করেন। এর পরে ১৯৪২ সালে তাদের বিয়ে হয়। চারের দশক থেকেই উদয় শঙ্কর ও অমলা শঙ্কর জুটি সারা বিশ্বে বিশেষ খ্যাতি অর্জন করেন।

ঢাকাটাইমস/২৪জুলাই/এএইচ

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
জবিতে প্রথম বর্ষ প্রথম সেমিস্টার ক্লাস শুরু ২২ জুন
খুলনায় ট্যাংকলরি-মাহিন্দ্র সংঘর্ষ, নিহত ৩
বাংলাদেশের বর্তমান শিক্ষা ব্যবস্থার দুর্দশার হালচাল
বিয়ের ৮ দিনের মাথায় স্ত্রীর হাতে স্বামী খুন
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা