রেসিপি

গরুর কাচ্চি বিরিয়ানি

ফিচার ডেস্ক
ঢাকাটাইমস
  প্রকাশিত : ০১ আগস্ট ২০২০, ০৯:২০
অ- অ+

ঈদ উৎসব উদযাপনে ঘরে বানিয়ে খেতে পারেন গরুর কাচ্চি বিরিয়ানি। এটা বানানো যেমন সহজ তেমনি খেতেও সুস্বাদু। ভোজনবিলাসীদের জন্য গরুর কাচ্চি বিরিয়ানির রেসিপি দেয়া হলো।

উপকরণ

বড় টুকরা করা গরুর মাংস ২ কেজি

লবণ (পরিমানমতো),

তেল (১/২ কাপ),

ঘি (১/৪ কাপ)

মালাই (১/২ কাপ)

আদা বাটা (১/৪ কাপ)

রসুনবাটা (১ /৪ কাপ)

টক দই (১/২ কাপ)

জর্দার রঙ বা জাফরান (অল্প)

দারচিনি ও এলাচ গুঁড়া (১/২ চা–চামচ করে)

লবঙ্গ (কয়েকটা)

জায়ফল জয়িত্রি গুঁড়া (১/২ চা–চামচ)

শাহি জিরা (১/৪ চা–চামচ)

আস্ত দারচিনি ও লবঙ্গ কয়েকটা

কাবাব চিনি (১ /২ চা–চামচ)

সাদা গোলমরিচের গুঁড়া (দেড় চামচ)

কাঁচামরিচ বাটা (১ টেবিল চামচ)

পেস্তা বাদাম বাটা (১/৪ কাপ)

তেজপাতা (৫/৬ টা)

গোল আলু ১০টা আস্ত (ছোট)

পেঁয়াজ বেরেস্তা (পরিমাণমতো)

আলুবোখারা (৭–৮ টা)

কিশমিশ (১০–১২ টা)

কাঁচামরিচ (৭–৮ টা)

কালিজিরা চাল (১ কেজি)।

প্রণালি

মাংস ধুয়ে নিন। এবার দইয়ের মধ্যে দারচিনি ও এলাচ গুঁড়া, জর্দার রং মিশিয়ে দইটা মাংসে মেশান। এরপর জয়ত্রি, সাদা গোলমরিচ, আদা–রসুন বাটাসহ বাকি সব মশলা ও তেল মাংসে মেশান। চালটা আলাদা আধা সেদ্ধ করে নিন। পেঁয়াজ বেরেস্তা করে নিন। আলুগুলো ভেজে নিন। এবার মশলা মাখানো মাংস রান্নার হাঁড়িতে ঢেলে সাজিয়ে নিন। তার ওপর ভাজা আলু ও পেঁয়াজ বেরেস্তা ছড়িয়ে দিন। এবার মাংসের ওপরে আধা সেদ্ধ চাল সমান করে বিছিয়ে নিন। উপরে ঘি ও মালাই ছড়িয়ে দিন। কিশমিশ, আলুবোখারা ও কাঁচামরিচ বিছিয়ে দিন। এবার হাঁড়ির মুখে ঢাকনা দিয়ে চারপাশ আটা দিয়ে বন্ধ করে দিন। এবার চুলায় একটি পাতলা তাওয়া বসিয়ে তার উপর হাঁড়িটি বসিয়ে অল্প আচে চুলা ধরিয়ে দিন। দেড় ঘণ্টার মধ্যে তৈরি হয়ে যাবে গরুর কাচ্চি বিরিয়ানি।

(ঢাকাটাইমস/১আগস্ট/এজেড)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে ইন্টারের সঙ্গী পিএসজি
শেখ হাসিনার সুধা সদনের ব্যক্তিগত কর্মকর্তা মিজান গ্রেপ্তার
কক্সবাজার সমুদ্রসৈকতে গোসলে নেমে রাঙ্গুনিয়া যুবকের মৃত্যু
পিএসএলে জোড়া সেঞ্চুরির রেকর্ড
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা