‘‌বিরাট এই ইনিংস খেললে সবাই প্রশংসা করত’

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০৬ আগস্ট ২০২০, ১৬:৫৪
অ- অ+

ওল্ড ট্রাফোর্ডে অনুষ্ঠিত প্রথম টেস্টে বাবর আজম বুধবার যখন ব্যাট হাতে নামেন, তখন পাকিস্তানের রান ২ উইকেটে ৪৩। শুরুতেই লেগে গিয়েছে ঠকঠকানি। সেই জায়গা থেকে বৃষ্টিবিঘ্নিত প্রথম দিনের শেষে পাকিস্তান করে ২ উইকেটে ১৩৯ রানে।

জোফ্রা আর্চার, ক্রিস ব্রড, জিমি অ্যান্ডারসনদের সামলে বাবর আজম অপরাজিত থাকেন ৬৯ রানে। অন্যদিকে, শান মাসুদ ৪৬ রানে ক্রিজে থাকেন। দুই ব্যাটসম্যানের জন্য পাকিস্তান শুরুর ধুকপুকানি কাটিয়ে ওঠে।

বাবর আজমের ইনিংস দেখে মুগ্ধ ইংল্যান্ডের প্রাক্তন অধিনায়ক নাসের হুসেন। ইংল্যান্ড-পাকিস্তান প্রথম টেস্টের ধারাভাষ্যকারও নাসের। বাবর আজমের ইনিংস দেখে ইংল্যান্ডের প্রাক্তন অধিনায়ক বলেই ফেলেছেন, ‘বাবর যে ইনিংসটা খেলেছে, সেটা যদি কোহলি খেলত, তাহলে সবাই কোহলির প্রশংসায় মেতে উঠতেন। বাবর আজমের প্রশংসা করতেই আমাদের যেন কত অনীহা।’

অনেকেই আগে বলেছেন, কোহলির ক্লাসেরই ব্যাটসম্যান বাবর আজম। ইংল্যান্ডের প্রাক্তন অধিনায়ক সেই সুরেই বলছেন, ‘বাবর আজমের বয়স কম। ওর খেলার মধ্যে একটা রাজকীয় ব্যাপার আছে।’

ক্রিকেট বিশেষজ্ঞরা বলে থাকেন, বিরাট কোহলি, কেন উইলিয়ামসন, জো রুট আর স্টিভ স্মিথকে নিয়ে ফ্যাব ফোর। নাসের হুসেন বলছেন, ‘সবাই বলে ফ্যাব ফোরের কথা। কিন্তু আমার মতে এটা হওয়া উচিত ফ্যাব ফাইভ। এর মধ্যে অন্তর্ভুক্ত করা হোক বাবরকে।’

(ঢাকাটাইমস/৬ আগস্ট/এসইউএল)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
টয়োটার ব্যবসা হারাচ্ছে নাভানা?
সারজিস বনাম নওশাদ: ভোটে কার পাল্লা ভারি?
মনোহরদীতে চাঁদাবাজি করতে গিয়ে ছাত্রদল নেতা গণধোলাইয়ের শিকার
গণভবন জয় করেছি, এবার জাতীয় সংসদও জয় করব: নাহিদ
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা