কাভার্ডভ্যান চাপায় ঢাবি ছাত্রসহ তিনজন নিহত

কক্সবাজার প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ৩০ আগস্ট ২০২০, ১৯:০৩| আপডেট : ৩০ আগস্ট ২০২০, ১৯:২২
অ- অ+

ট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চকরিয়া উপজেলার লক্ষ্যারচর জিদ্দাবাজার এলাকায় কক্সবাজারগামী একটি কাভার্ডভ্যানের চাপায় তিন মোটরসাইকলে আরোহী নিহত হয়েছেন। রবিবার বেলা সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন, হারবাং ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের অলিপুর গ্রামের মোহাম্মদ বশিরের ছেলে আমজাদ হোসেন রিফাত (২২) ও একই ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের বাজারপাড়া গ্রামের আব্দুল হাকিমের দুই ছেলে মোহাম্মদ তারেক নিলয় (২২) ও তানজিলুর রহমান (১৯)।

চিরিঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ির পরিদর্শক আনিছুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

নিহত আমজাদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন। তিনি বিশ্ববিদ্যালয়ের শহীদুল্লাহ হলে থাকতেন। নিলয় চট্টগ্রাম পলিটেকনিক ইনস্টিটিউটে লেখাপড়া শেষ করে ইন্টার্ন করছিলেন। তার ছোট ভাই তানজিল পড়ছিলেন বান্দরবান সরকারি কলেজের প্রথম বর্ষে।

তারা তিনজন মোটর সাইকেলে করে চকরিয়া সদরে গিয়েছিলেন দাওয়াত খেতে। সেখান থেকে ফেরার পথে তারা দুর্ঘটনার শিকার হন।

(ঢাকাটাইমস/৩০আগস্ট/কেএম)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
মানিকগঞ্জের সাবেক এমপি মমতাজ গ্রেপ্তার
কুষ্টিয়া-মেহেরপুর আঞ্চলিক মহাসড়কে অনিয়মের প্রমাণ পেল দুদক
কোতয়ালী এলাকায় বিশেষ অভিযান, মাদক কারবারিসহ গ্রেপ্তার ১৫
ফরিদপুরে মাদক মামলায় সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা