ভূঞাপুরে ওবাট হেল্পারস-আমাল ফাউন্ডেশনের ত্রাণ বিতরণ

ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০২ সেপ্টেম্বর ২০২০, ১৬:১৬

টাঙ্গাইলের ভূঞাপুরে যমুনার দুর্গম চরাঞ্চলের ৪০০ বন্যার্ত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করেছে আমেরিকান ভিত্তিক সেচ্ছাসেবী সংস্থা ওবাট হেল্পারস ও দেশীয় আমাল ফাউন্ডেশন। বুধবার দুপুরে ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের স্বেচ্ছাসেবীদের সহযোগিতায় উপজেলা চরাঞ্চলের শুশুয়া, নলিন, তাড়াই, কুঠিবয়ড়াসহ বিভিন্ন গ্রামে এ ত্রাণ বিতরণ করা হয়।

ত্রাণসামগ্রীর মধ্যে ছিল, ৫ কেজি চাল, ১ কেজি ডাল, ১ কেজি পেঁয়াজ, ২ কেজি আলু, ১ কেজি লবণ, ৫০০ গ্রাম গুঁড়, ১ কেজি চিড়া, ট্যাবলেট ও স্যালাইন। এছাড়াও ১০০ ছাতা ও ত্রিপল বিতরণ করা হয়।

এসময় উপস্থিত আমাল ফাউন্ডেশনের পরিচালক ইসরাত করিম ইভ বলেন, ’যমুনার দুর্গম চরাঞ্চলের মানুষের জীবনযাপন অনেক কষ্টের। এসব মানুষের কল্যাণে ও জীবনমান উন্নয়নের জন্য নিয়মিত কাজ করে যাব।’

বিতরণকালে আরও উপস্থিত ছিলেন- ছিলেন- ওবাট হেল্পারসের প্রজেক্ট অফিসার মাহফুজ আলম শুশুয়া, ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সভাপতি মোমিনুর রহমান প্রমুখ।

(ঢাকাটাইমস/২সেপ্টেম্বর/পিএল)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :