চাঁদপুরে দুটি ড্রেজার মেশিন জব্দ, একটি ধবংস

চাঁদপুরের হাজীগঞ্জে ড্রেজার মেশিনে কৃষি জমি ধ্বংস করার অভিযোগে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। শুক্রবার উপজেলার পৌর এলাকার রান্ধুনীমুড়ায় অভিযান চালিয়ে এ জরিমানা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা বৈশাখী বড়ুয়া। এসময় ড্রেজার মেশিনটি ধ্বংস করা হয়েছে।
এর আগে গত বৃহস্পতিবার সকালে অভিযান চালিয়ে আরো দুটি ড্রেজার মেশিন জব্দ করা হয়।
আদালত সূত্র জানায়, রান্ধুনীমুড়া ও ৫ নং সদর ইউনিয়নে ড্রেজার বসিয়ে কৃষি জমি নষ্ট করার দায়ে রান্ধুনীমুড়া গ্রামের ড্রেজার ও বালু মহাল মালিক মনির হোসেনকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। সেইসঙ্গে তার একটি ড্রেজার মেশিন ধ্বংস করা হয়। মাটি ব্যবস্থাপনা আইনে এ আদালত পরিচালনা করা হয়।
এর আগে গত বৃহস্পতিবার হাজীগঞ্জ উপজেলার ৫ নং সদর ইউনিয়নের সুহিলপুর, খাকবাড়িয়া, বাউড়া, শাহপুর, কালচোঁ ইউনিয়নের সিহিরচোঁ গ্রামের দুইটি ড্রেজার মেশিন জব্দ ও বাকিদের সতর্ক করে অপসারণ করা হয়েছে। লিখিত অভিযোগের ভিত্তিতে এসব ড্রেজার জব্দ করা হয়।
এ বিষয়ে নির্বাহী কর্মকর্তা বৈশাখী বড়ুয়া জানান, উপজেলার যেখানে কৃষি জমি নষ্ট করে ড্রেজার চলবে সেখানে আদালত পরিচালনা করে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
(ঢাকাটাইমস/২অক্টোবর/পিএল)

মন্তব্য করুন