চাঁদপুরে দুটি ড্রেজার মেশিন জব্দ, একটি ধবংস

চাঁদপুর প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০২ অক্টোবর ২০২০, ১৯:২৭
অ- অ+

চাঁদপুরের হাজীগঞ্জে ড্রেজার মেশিনে কৃষি জমি ধ্বংস করার অভিযোগে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। শুক্রবার উপজেলার পৌর এলাকার রান্ধুনীমুড়ায় অভিযান চালিয়ে এ জরিমানা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা বৈশাখী বড়ুয়া। এসময় ড্রেজার মেশিনটি ধ্বংস করা হয়েছে।

এর আগে গত বৃহস্পতিবার সকালে অভিযান চালিয়ে আরো দুটি ড্রেজার মেশিন জব্দ করা হয়।

আদালত সূত্র জানায়, রান্ধুনীমুড়া ও ৫ নং সদর ইউনিয়নে ড্রেজার বসিয়ে কৃষি জমি নষ্ট করার দায়ে রান্ধুনীমুড়া গ্রামের ড্রেজার ও বালু মহাল মালিক মনির হোসেনকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। সেইসঙ্গে তার একটি ড্রেজার মেশিন ধ্বংস করা হয়। মাটি ব্যবস্থাপনা আইনে এ আদালত পরিচালনা করা হয়।

এর আগে গত বৃহস্পতিবার হাজীগঞ্জ উপজেলার ৫ নং সদর ইউনিয়নের সুহিলপুর, খাকবাড়িয়া, বাউড়া, শাহপুর, কালচোঁ ইউনিয়নের সিহিরচোঁ গ্রামের দুইটি ড্রেজার মেশিন জব্দ ও বাকিদের সতর্ক করে অপসারণ করা হয়েছে। লিখিত অভিযোগের ভিত্তিতে এসব ড্রেজার জব্দ করা হয়।

এ বিষয়ে নির্বাহী কর্মকর্তা বৈশাখী বড়ুয়া জানান, উপজেলার যেখানে কৃষি জমি নষ্ট করে ড্রেজার চলবে সেখানে আদালত পরিচালনা করে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

(ঢাকাটাইমস/২অক্টোবর/পিএল)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
গণমাধ্যমের বিরুদ্ধে ঢালাও অভিযোগে সম্পাদক পরিষদের প্রতিবাদ
ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের প্রধান সম্পাদক শামসুর রহমানের দেশত্যাগে নিষেধাজ্ঞা
তেজগাঁও বিভাগের বিশেষ অভিযানে পেশাদার ছিনতাইকারীসহ গ্রেপ্তার ৫৯
সেনাপ্রধানের নামে সামাজিক যোগাযোগমাধ্যমে ভুয়া অ্যাকাউন্ট, সেনাবাহিনীর সতর্কবার্তা
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা