রাণীনগরে আ.লীগের নির্বাচনী অফিসে আগুন

রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১৪ অক্টোবর ২০২০, ১৮:৩৯| আপডেট : ১৪ অক্টোবর ২০২০, ১৯:৪৪
অ- অ+

নওগাঁর রাণীনগর উপজেলায় একই রাতে আওয়ামী লীগের চারটি নির্বাচনী অফিসে (ক্যাম্প) ভাঙচুর ও আগুন দিয়েছে দুর্বৃত্তরা। মঙ্গলবার রাতে উপজেলার ভাটকৈ, বগারবাড়ি, স্থল ও মধ্যরাজাপুর গ্রাম এলাকায় নির্বাচনী অফিসগুলোতে এসব ঘটনা ঘটে। ভাঙচুর-আগুনের ঘটনায় জড়িত সন্দেহে সুমন হোসেন(২২) নামে এক ছাত্রদল নেতাকে আটক করেছে পুলিশ।

নওগাঁ-৬ (রাণীনগর-আত্রাই) আসনে আগামী ১৭ অক্টোবর উপ-নির্বাচন অনুষ্ঠিত হবে। এই নির্বাচনে প্রচার প্রচারণার জন্য নির্বাচনী অফিস (ক্যাম্প) করেছে নৌকা মার্কার সর্মথকরা। মঙ্গলবার রাতে দুর্বৃত্তরা হামলা চালিয়ে চারটি নির্বাচনী অফিসে ভাঙচুর ও আগুন দেয়।

রাণীনগর উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মুক্তিযোদ্ধা আব্দুর রউফ দুলু জানান, মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে বড়গাছা ইউনিয়নের ভাটকৈ বাজারে, একডালা ইউনিয়নের স্থল বরবড়িয়া গ্রামে, পারইল ইউনিয়নের ভান্ডারগ্রাম বগারবাড়ী ও খট্টেশ্বর রাণীনগর সদর ইউনিয়নের মধ্যরাজাপুর গ্রামে নির্বাচনী অফিসে হামলা ও আগুন দেয়া হয়েছে। তিনি দাবি করেন, নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে প্রতিপক্ষের লোকজন এই ন্যাক্কারজনক ঘটনা ঘটিয়েছে।

জানা গেছে, এ ঘটনায় জড়িত সন্দেহে রাণীনগর থানা পুলিশ অভিযান চালিয়ে ভান্ডার গ্রামের আক্কাছ আলীর ছেলে উপজেলা ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য সুমন হোসেনকে আটক করেছে। এ ঘটনায় পারইল ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সুকমল চন্দ্র বাদি হয়ে একটি মামলা করেছেন।

এ ব্যাপারে রাণীনগর থানার ওসি জহুরুল হক বলেন, ইতোমধ্যে পারইল ইউনিয়নের ভান্ডার গ্রাম বগারবাড়িতে নির্বাচনী অফিস (ক্যাম্প) ভাঙচুর ও আগুনের ঘটনায় একটি মামলা করা হয়েছে। সুমন হোসেন নামে একজনকে আটক করা হয়েছে। অন্য ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

(ঢাকাটাইমস/১৪অক্টোবর/কেএম)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
গুম-ক্রসফায়ার আতঙ্ক নিয়ে রাজপথে থেকেছি, ৮০’র অধিক মামলা খেয়েছি: বিএনপি নেতা সাজু
জুবাইদা রহমানে বদলে যেতে পারে সিলেটের ‘হিসাব-নিকাশ’
ইউরোপীয় দেশগুলোতে বৈধ অভিবাসন বৃদ্ধির কাজ চলছে: আসিফ নজরুল
বিএনপির রাজনীতি করায় মুক্তিযোদ্ধার নাম কেটে দেন সাবেক মন্ত্রী মোজাম্মেল
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা