কঙ্গনাকে পাগল বললেন মিকা

বিনোদন ডেস্ক
  প্রকাশিত : ০৬ ডিসেম্বর ২০২০, ১৩:০৩| আপডেট : ০৬ ডিসেম্বর ২০২০, ১৩:৪১
অ- অ+

একের পর এক বিতর্কের শিরোনামে উঠে আসছেন বলিউড অভিনেত্রী কঙ্গনা রানাউত। কেন্দ্রের কৃষি আইনের বিরুদ্ধে প্রতিবাদ করছেন কৃষকরা। আর সেই কৃষক আন্দোলন নিয়েই একের পরে এক মন্তব্যে সমালোচিত হচ্ছেন। এবার তাকে একহাত নিলেন গায়ক মিকা সিং।

কৃষকদের প্রতিবাদ মিছিলে এক বৃদ্ধা কৃষককে হাঁটতে দেখা যায়। সেই বৃদ্ধা সম্পর্কে কুরুচিকর মন্তব্য করেছেন কঙ্গনা। মাহিন্দর কৌর নামে সেই বৃদ্ধা সম্পর্কে কঙ্গনা বলেন যে তাকে নাকি ১০০ টাকার বিনিময় কৃষক আন্দোলনে পাওয়া গিয়েছে। এখানেই শেষ নয়। কঙ্গনা এই কৃষক আন্দোলনকে দেশবিরোধী বলে দাবি করেন।

এছাড়াও কঙ্গনার বিরুদ্ধে ভুয়া খবর ছড়ানোর অভিযোগ রয়েছে। যে বৃদ্ধাকে মিছিলে হাঁটতে দেখা গিয়েছে তিনি নাকি শাহীনবাগের দাদি বিলকিস বানো। এমনই দাবি করেছেন কঙ্গনা। আর তারপরেই নেটিজেনরা তার ওপর ক্ষুব্ধ হন এবং কটাক্ষ করেন। চাপে পড়ে টুইট ডিলিট করেন অভিনেত্রী।

এই ধরনের মন্তব্যের জেরে পাঞ্জাবের বহু তারকাই তার ওপর ক্ষুব্ধ হন। ঘটনাকে কেন্দ্র করে পাঞ্জাবি গায়ক দিলজিৎ দোসনজের সঙ্গে টুইট-যুদ্ধ শুরু হয় তার। দিলজিতের সমর্থনে মুখ খোলেন বলিউডের বহু তারকাও।

এবার মিকা কঙ্গনাকে কটাক্ষ করে বলেন, আমার পাঞ্জাবের ভাইদের শান্ত থাকতে বলছি। ওর সঙ্গে আমার ব্যক্তিগত কোনো সমস্যা নেই। কিন্তু ও একটি খারাপ মন্তব্য করেছে। ক্ষমা চায়নি। তবে সেই পোস্ট ডিলিট করে দিয়েছে।

এছাড়া কঙ্গনাকে পাগল বলেও একহাত নিয়েছেন তিনি। তার কথায়, ও পাগল, তাই ওকে ওর মতো থাকতে দিন। আর কঙ্গনা তুমি করণ জোহর, হৃতিক রোশন, রণবীর সিংয়ের মতো বলিউডের নরম মানুষদেরকে নিশানা করেও বেঁচে গিয়েছ। কিন্তু এখানে ভুলেও এসো না।

ঢাকা টাইমস/০৬ডিসেম্বর/একে

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
তিন সাংবাদিকের চাকরিচ্যুতিতে সরকারের সংশ্লিষ্টতা? যা বললেন উপদেষ্টা ফারুকী
ভেষজ ঔষধি ঢেঁড়স ডায়াবেটিস ও ক্যানসারের ঝুঁকি কমায়
গরমে স্বাস্থ্য রক্ষায় কোন পাত্রে কতটুকু পানি পান করা নিরাপদ
ইলন মাস্কের স্টারলিংকের অনুকূলে লাইসেন্স হস্তান্তর করল বিটিআরসি
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা