শ্রোতাপ্রিয় হচ্ছে গানের ডালির নতুন তিন গান

বিনোদন প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২১ ফেব্রুয়ারি ২০২১, ০৯:৩৮
অ- অ+

সংগীত প্রতিষ্ঠান গানের ডালির ইউটিউব চ্যানেলে মুক্তি পেয়েছে নতুন তিন মিউজিক ভিডিও। এর মধ্যে শিল্পী প্রীতম হাসান গেয়েছেন ‘শেষ কথা’ নামে একটি রোমান্টিক গান।

গানটিতে প্রীতমের সঙ্গে কন্ঠ দিয়েছেন শিল্পী দোলা রহমান। গানটির গীতিকার রাকিব হাসান রাহুল। সুর ও সংগীত অদিত রহমান।

শিল্পী প্রীতম হাসান ও দোলা রহমান জানান, গানটি এরই মধ্যে শ্রোতারা বেশ পছন্দ করেছে।

অন্যদিকে প্রতীক হাসান ও দোলার গানটির শিরোনাম ‘মন করলা তুমি চুরি’। মজার এ গানটির গীতিকার রাকিব হাসান রাহুল। সুর করেছেন অদিত রহমান ও সায়ন।

মিউজিক কম্পোজিশন করেছেন অদিত।

টাকা উপার্জনকে কেন্দ্র করেই এ গানটির কথা। কেউ সেটা বৈধভাবে করেন। আবার কেউ করেন অবৈধভাবে। এসব বিষয় উঠে এসেছে গানটির কথায়। শিল্পীরা জানান, গানটি দারুণ শ্রোতাপ্রিয় হয়েছে।

এ দুটি গানের পাশাপাশি প্রবাসী নারী শ্রমিকদের নিয়ে গেয়েছেন শিল্পী লায়লা। তার এ গানটির শিরোনাম ‘নষ্ট মেয়’।

গানটির গীতিকার ও সুরকার জামাল রেজা। মিউজিক কম্পোজিশন বিনোদ রায়।

গানটির মূল বিষয় প্রবাসী নারী শ্রমিকদের জীবনকাহিনি নির্ভর।

শিল্পী লায়লা বলেন, গানটি গেয়ে এদেশের হাজারও প্রবাসী নারী শ্রমিকদের সঙ্গে হৃদয়ের একাত্মতা প্রকাশের একটা সুযোগ পেয়েছি। আশা করি শ্রোতাদের গানটি ভালোভাবে গ্রহণ করেছেন।

গানের ডালির নতুন এ তিনটি গানেরই ভিডিও করা হয়েছে। এর শুটিং করা হয়েছে দেশের সুন্দর সব লোকেশনে।

এর মধ্যে লায়লার গানের ভিডিওতে অভিনয় করেছেন জনপ্রিয় অভিনেতা মাজনুন মিজান ও মিথিলা আহমেদ।

(ঢাকাটাইমস/২১ফেব্রুয়ারি/এজেড)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
মাহরীন চৌধুরীকে রাষ্ট্রীয় মর্যাদা দিতে না পারা আমাদের ব্যর্থতা: হাসনাত 
উদ্ভূত পরিস্থিতি উত্তরণের একমাত্র পথ রাজনৈতিক সরকার প্রতিষ্ঠা করা: মির্জা ফখরুল
মাদক ও সন্ত্রাস দমনে একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-পাকিস্তান
নওগাঁয় নিজ বাড়ি থেকে স্বামী-স্ত্রীর মরদেহ উদ্ধার     
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা