যে কারণে তর্কে জড়িয়েছিলেন মরগান-অশ্বিন

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২৯ সেপ্টেম্বর ২০২১, ২১:৪১
অ- অ+

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে মঙ্গলবার কলকাতা এবং দিল্লি মধ্যকার ম্যাচে তর্কে জড়িয়েছিলেন ইয়ন মরগান এবং রবিচন্দ্রন অশ্বিন। খেলাকালে তাদের বাগদণ্ডে জড়ানোর কারণ জানা না গেলেও পরে যা খোলাসা করেছেন কলকাতার উইকেটকিপার ব্যাটসম্যান দিনেশ কার্তিক।

ম্যাচের প্রথম ইনিংসের শেষ ওভারে টিম সাউদির বলে ক্যাচ আউট হন অশ্বিন। ডানহাতি এই ব্যাটসম্যান ফেরার সময় তাঁকে উদ্দেশ্যে করে কিছু একটা বলেছিলেন সাউদি। সেটা উত্তর দেন অশ্বিনও। ঠিক সে সময় অশ্বিনের দিকে তেড়ে আসেন মরগান। কিছুক্ষণ তর্ক চলার পর দুজনকে শান্ত করেন দিনেশ কার্তিক।

সাউদির মাধ্যমে মরগান-অশ্বিনের তর্ক দেখা গেলেও এটার সূত্রপাত কিন্তু আগে থেকেই ছিল। এর আগে রাহুল ত্রিপাঠির ছোঁড়া বল পান্তের গায়ে লেগে অন্য দিকে গেলে তখন রান নেয়ার জন্য দৌড় দেন অশ্বিন। যা মোটেও পছন্দ করেননি মরগান। আর সেটাই কারণ বলে মনে করছেন কার্তিক।

এ বিষয়ে তিনি বলেন, ‘রাহুল ত্রিপাঠি একটা বল ছুড়েছিল যেটা রিসাভ পান্তের গায়ে লেগে অন্যদিকে চলে যায়। অশ্বিন সেটাতেও রান নেওয়ার জন্য দৌঁড় দেয়। আমার মনে হয় মর্গানের ওটা পছন্দ হয়নি। বল ব্যাটারের গায়ে লেগে অন্য দিকে গেলে সেটায় রান নেওয়াটা ও পছন্দ করে না।’

(ঢাকাটাইমস/২৯সেপ্টেম্বর/এমএম)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
মাইলস্টোন ট্র্যাজেডি: আহতদের বিনামূল্যে চিকিৎসার নির্দেশ
উত্তরায় উদ্ধার অভিযানে অংশ নেওয়া দুই ফায়ারফাইটার আহত, শঙ্কামুক্ত
র‌্যাব সদস্যদের পেশাগত দক্ষতা বৃদ্ধিতে ‘মাদক ও মানি লন্ডারিং’ বিষয়ক আলোচনা
পাইলট তৌকির সম্পর্কে যা জানা গেল
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা