জঙ্গি গোষ্ঠী আইএস আমেরিকার সৃষ্টি!

আন্তর্জাতিক ডেস্ক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০৭ ডিসেম্বর ২০২১, ১১:৫০| আপডেট : ০৭ ডিসেম্বর ২০২১, ১২:২৭
অ- অ+

দামেস্কের সঙ্গে অর্থনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক শক্তিশালী করার পদক্ষেপ নিয়েছে ইরান। সিরিয়ার সঙ্গে তার দেশের সম্পর্ককে ‘কৌশলগত’ উল্লেখ করে ইরানের প্রেসিডেন্ট সাইয়্যেদ ইব্রাহিম রায়িসি এ কথা বলেছেন। খবর পার্স টুডের।

ইরান সফররত সিরিয়ার পররাষ্ট্রমন্ত্রী ফয়সাল মিকদাদ সোমবার তেহরানে প্রেসিডেন্ট রায়িসির সঙ্গে সাক্ষাৎ করতে গেলে তিনি এ আগ্রহ প্রকাশ করেন।

প্রেসিডেন্ট রায়িসি সিরিয়ায় মার্কিন সেনা উপস্থিতিকে আন্তর্জাতিক আইনের লঙ্ঘন অভিহিত করে বলেন, উগ্র জঙ্গি গোষ্ঠী আইএস আমেরিকার সৃষ্টি এবং মধ্যপ্রাচ্যে আইএস ও আমেরিকার সেনা উপস্থিতি এ অঞ্চলের শান্তি, নিরাপত্তা ও স্থিতিশীলতা বিপন্ন করবে।

তিনি সিরিয়ার ইসরাইল বিরোধী অবস্থানের ভূয়সী প্রশংসা করে বলেন, বর্তমানে মধ্যপ্রাচ্যে ইহুদিবাদী ইসরাইল বিরোধী প্রতিরোধ সংগ্রামের ফ্রন্টলাইন হয়ে উঠেছে সিরিয়া।

সাক্ষাতে সিরিয়ার পররাষ্ট্রমন্ত্রী দুই দেশের জনগণের স্বার্থে দ্বিপক্ষীয় সম্পর্ক ও সহযোগিতা সর্বোচ্চ পর্যায়ে নিয়ে যাওয়ার অঙ্গীকার ব্যক্ত করেন। ফয়সাল মিকদাদ বলেন, দুঃসময়ে ইরানের সহযোগিতা ও পৃষ্ঠপোষকতার কথা সিরিয়ার জনগণ কখনও ভুলবে না।

তিনি আরো বলেন, সিরিয়ার জনগণ ও প্রতিরোধ ফ্রন্টের শক্ত অবস্থানের কারণে মধ্যপ্রাচ্যে আমেরিকা, ইহুদিবাদী ইসরাইল ও তাদের দোসরদের সব পরিকল্পনা ভেস্তে গেছে।

(ঢাকাটাইমস/৭ডিসেম্বর/আরজেড/এজেড)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
তারেক রহমানের সংস্কারের বার্তা নিয়ে জনগণের দুয়ারে কাজী আলাউদ্দিন
অভিষেকেই রেকর্ডবই ওলটপালট মুল্ডার, টেস্টে ট্রিপল সেঞ্চুরিতে ইতিহাস
চুন্নুকে সরিয়ে ব্যারিস্টার শামীমকে মহাসচিব নিয়োগ দিলেন জিএম কাদের
২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, বরিশালে আক্রান্তের সংখ্যা উদ্বেগজনক
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা