রাজধানীতে ২৮ কেজি গাঁজাসহ ছয় মাদক চোরাকারবারি আটক

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২৬ জানুয়ারি ২০২২, ১৯:৪৫

রাজধানীর শ্যামপুর ও মানিকগঞ্জের সিংগাইর থেকে ছয়জন মাদক কারবারিকে আটক করেছে র‌্যাব-১০। এ সময়ে তাদের কাছ থেকে ২৮ কেজি গাঁজা, মাদক পরিবহনে ব্যবহৃত একটি প্রাইভেটকার, সাতটি মোবাইল ফোন ও নগদ ছয় হাজার ১০০ টাকা জব্দ করা হয়। বুধবার বিকালে র‌্যাব-১০ এর সদর দপ্তর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

আটকরা হলেন- বাচ্চু মিয়া, সোহেল ভুইয়া, রাজন মিয়া, শাকিল খান, জাহাঙ্গীর আলম ও পিয়াল হাসান।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, সকাল সাড়ে নয়টার দিকে র‌্যাব-১০ এর একটি দল ঢাকার শ্যামপুর থানার জুরাইন এলাকায় একটি অভিযান চালায়। অভিযানে আট লাখ ৪০ হাজার টাকা দামের ২৮ কেজি গাঁজাসহ বাচ্চু মিয়া ও সোহেল ভুইয়া নামে দুজন মাদক কারবারিকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে মাদক পরিবহনে ব্যবহৃত একটি প্রাইভেটকার, দুইটি মোবাইল ফোন ও নগদ সাড়ে চার হাজার টাকা জব্দ করা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, মঙ্গলবার দুপুর দেড়টা থেকে বিকাল সাড়ে চারটা পর্যন্ত র‌্যাব-১০ এর ওই দলটি মানিকগঞ্জের সিংগাইর এলাকায় একটি অভিযান চালায়। অভিযানে পাঁচ লাখ এক হাজার টাকা দামের ১০০২ পিস ইয়াবাসহ রাজন মিয়া, শাকিল খান, জাহাঙ্গীর আলম ও পিয়াল হাসান নামে চারজন মাদক কারবারিকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে থেকে পাঁচটি মোবাইল ফোন ও নগদ এক হাজার ৬০০ টাকা জব্দ করা হয়।

র‌্যাব জানায়, আটকরা পেশাদার মাদক চোরাকারবারি । তারা বেশ কিছুদিন ধরে শ্যামপুর ও সিংগাইরসহ দেশের বিভিন্ন এলাকায় গাঁজা ও ইয়াবাসহ অন্যান্য মাদকদ্রব্য সরবরাহ করে আসছিল। তাদের বিরুদ্ধে শ্যামপুর ও সিংগাইর থানায় আলাদা দুটি মাদক মামলা করা হয়েছে।

(ঢাকাটাইমস/২৬ জানুয়ারি/এএ/এলএ)

সংবাদটি শেয়ার করুন

রাজধানী বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

রাজধানী এর সর্বশেষ

নিকুঞ্জে আবাসিক ভবনে বিস্ফোরণ, দেয়ালে ফাটল

হাইকোর্টের নির্দেশ অমান্য করে মুগদায় সড়কে উচ্ছেদ অভিযানের অভিযোগ

ছিনতাই: ধরা পড়লেই ব্লেড দিয়ে নিজের বুক-পেট কাটতেন হৃদয়

দক্ষিণখানে মাদক ব্যবসায়ীর ছুরিকাঘাতে যুবক খুন

অবসরে যাওয়া সদস্যদের জন্য ‘পেনশন অ্যান্ড রিটায়ার্ড সার্ভিস’ চালু হবে: ডিএমপি কমিশনার

ময়লার গাড়ির ধাক্কায় স্কুলছাত্র নিহত: ডিএসসিসির গাড়িচালকসহ ৩ জন চাকরিচ্যুত

ফায়ার সার্ভিসের অভিযান শেষ, মহাখালী লেকে নেই শিশু রিয়া

রাজধানীতে তাপপ্রবাহ: পানি পানি বলেই মাথা ঘুরে পড়ে গেলেন নারী

রাজধানীর বিভিন্ন এলাকায় তীব্র পানির সংকট, চরম দুর্ভোগে মানুষ

গুলিস্তানে ‘হিট স্ট্রোকে’ কমিউনিটি পুলিশ সদস্যের মৃত্যু

এই বিভাগের সব খবর

শিরোনাম :