গুলিতে চার সহকর্মীকে হত্যার পর বিএসএফ জওয়ানও লাশ

আন্তর্জাতিক ডেস্ক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০৬ মার্চ ২০২২, ১৫:২৬| আপডেট : ০৬ মার্চ ২০২২, ১৬:১৩
অ- অ+

ভারতের পাঞ্জাব রাজ্যের অমৃতসরে গুলি চালিয়ে চার সহকর্মীকে হত্যা করেছে দেশটির সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের এক জওয়ান। এই ঘটনায় গুলি চালানো সাতেপ্পা এসকে নামে ওই জওয়ানের লাশ উদ্ধারের খবর দিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি। তবে তিনি আত্মহত্যা করেছেন নাকি অন্য কেউ তাকে হত্যা করেছে তা জানা যায়নি।

পাকিস্তানের সঙ্গে থাকা সীমান্ত ক্রসিং থেকে ২০ কিলোমিটার দূরে খাসা এলাকায় রবিবার সকাল ৯.৩০ থেকে ৯.৪৫ এর মধ্যে বিএসএফ-১৪৪ এর মেসে এ ঘটনা ঘটে।

নিজেদের মধ্যে ঝগড়ার এক পর্যায়ে কনস্টেবল পদমর্যাদার এক সদস্য বাকি সদস্যদের লক্ষ্য করে গুলি ছোড়ে বলে জানিয়েছে ভারতের কয়েকটি সংবাদমাধ্যম। তবে কী নিয়ে কথা কাটাকাটি হয়েছিল তা জানা যায়নি।

গুলিতে আরও কয়েকজন জওয়ান আহত হয়। আহতদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক। আহত সবাইকে স্থানীয় গুরু নানক দেব হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বিএসএফ কর্মকর্তাদের বরাতে এনডিটিভি বলছে, ঘটনা জানার পর বাহিনীর সিনিয়র কর্মকর্তারা দ্রুত ঘটনাস্থলে গেছেন। ঘটনার তদন্তে বিএসএফের পক্ষ থেকে একটি কমিটি গঠন করা হয়েছে।

(ঢাকাটাইমস/৬মার্চ/আরআর)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
মাওয়া এক্সপ্রেসওয়েতে দ্রুতগতির প্রাইভেটকার উল্টে নিহত ৩
তেলের লরির ট্যাংকিতে লুকানো ছিল এক কোটির বেশি মূল্যের ভারতীয় মালামাল
পার্বত্য জনপদে বিজিবির আয়োজনে ক্রীড়া উৎসব, শিরোপা উঠল থানচি একাদশের হাতে
জেলের বেশে ইয়াবা পাচার, টেকনাফে বিজিবির অভিযানে ২০ হাজার ইয়াবা উদ্ধার
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা