নিজের বাবার মরণোত্তর ফাঁসি চাইবেন আসিফ, যদি...

বিনোদন প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১৬ মে ২০২২, ১৩:২৯| আপডেট : ১৬ মে ২০২২, ১৩:৫১
অ- অ+

দেশের জনপ্রিয় গায়ক আসিফ আকবরের বাবা আলী আকবর মারা গেছেন বহু আগে। এত দিন পর ১৯৭১ সালের স্বাধীনতা যুদ্ধে তার ভূমিকা নিয়ে উঠেছে প্রশ্ন। শোবিজেরই বিভিন্ন মহল থেকে ছড়ানো হচ্ছে, গায়ক আসিফের বাবা নাকি যুদ্ধাপরাধী ছিলেন। তিনি স্বাধীনতার বিপক্ষে অবস্থান নিয়েছিলেন।

সম্প্রতি রাজধানীর বিশ্ব সাহিত্য কেন্দ্রে নিজের জীবনীর ওপর লেখা ‘নট আউট ফিফটি’ নামক বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে এ নিয়ে কথা বলেন আসিফ। তিনি জানান, ‘কেউ যদি প্রমাণ করতে পারেন যে, আমার বাবা যুদ্ধাপরাধী ছিলেন, তবে আমি সন্তান হিসেবে তার মরণোত্তর ফাঁসি চাইব।’

আসিফকে নিয়ে লেখা ওই বইটি শুরুই হয়েছে তার বাবা আলী আকবরের প্রসঙ্গ দিয়ে। গায়কের দাবি, ‘আমাদের ইন্ডাস্ট্রির কিছু লোক শুধু রাজনৈতিক কারণে, আমাকে ছোট করার জন্য, আমার বাবাকে যুদ্ধাপরাধী বানিয়ে লিফলেট ছেড়েছে। ফেসবুকে বাজে কথা ছড়াচ্ছে। বলছে আফিসের বাবা যুদ্ধাপরাধী ছিলেন, রাজাকার ছিলেন।’

মুক্তিযুদ্ধের সময় নিজের বাবার অবস্থান জানিয়ে আসিফ বলেন, ‘আমার বাবা কোর্টে দাঁড়িয়ে বলেছিলেন, মুসলিম লীগের রাজনীতি নিষিদ্ধ নয়, রাজনীতি করাও নিষিদ্ধ নয়। দেশবিভাগ প্রশ্নে আমি দলের বাইরে যেতে পারিনি। দলে থেকে ১০০ জনের বেশি মুক্তিযোদ্ধাকে আমি কনসেনট্রেশন ক্যাম্প থেকে রক্ষা করেছি।’

গায়ক দাবি করেন, ‘আমার বড় ভাই আতাউর রহমান মুক্তিযোদ্ধা। মারা গেছেন কিছুদিন আগে। মামাতো ভাইও মুক্তিযোদ্ধা। এমন আরো অনেক মুক্তিযোদ্ধাকে কনসেনট্রেশন ক্যাম্প থেকে বের করে আমাদের বাসায় খাওয়াদাওয়া করিয়ে আগরতলায় ট্রেনিং ক্যাম্পে পাঠিয়েছিলেন বাবা।’

আসিফ এও বলেন, ‘এই বিতর্ক শেষ করতে হবে। একজন যুদ্ধাপরাধীর সন্তান হিসেবে আমি বাঁচতে চাই না। যদি এখনো কেউ তদন্ত করে প্রমাণ করতে পারে আসিফ আকবরের বাবা যুদ্ধাপরাধী, তবে আমি আমার বাবার মরণোত্তর ফাঁসি চাইব।’

(ঢাকাটাইমস/১৬ মে/এএইচ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
সরকারি দপ্তরে গাড়ি কেনা ও বিদেশ সফর বন্ধ
কুমিল্লা বোর্ডে বৃহস্পতিবারের এইচএসসি পরীক্ষা স্থগিত  
হাসপাতালের গার্ডকে চড় মেরে স্বাস্থ্য মন্ত্রণালয় হারান মুরাদ হাসান! কোথায় এখন!
ভারতের ইন্ধনে সরকার উৎখাত ষড়যন্ত্রে লিপ্ত এনবিআর- রাশেদ প্রধান
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা