ডাক্তার এজাজ যখন প্রাইভেট ডিটেকটিভ

বিনোদন প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০১ জুলাই ২০২২, ১৬:০৬
অ- অ+

কোরবান আলীর পোষা লাল গরুটির নাম সোনাই। গরুটিকে তিনি সন্তানের মতো স্নেহ করেন। কোরবানির জন্য প্রিয় সোনাইকে নিয়ে তিনি ঢাকায় আসেন। সোনাই স্বভাবে খুব শান্ত। কিন্তু শহরের গাড়ির শব্দে শান্ত সোনাই অশান্ত হয়ে দৌড় শুরু করে। একসময় কোরবান আলীর কাছ থেকে ছুটে পালিয়ে যায়।

হারানো সোনাইকে উদ্ভ্রান্তের মতো খুঁজতে থাকেন কোরবান আলী। এদিকে সোনাইয়ের আগমন উপলক্ষে অর্ণব ও অন্যরা বাসায় হৈ হৈ কাণ্ড বাঁধিয়ে দেয়। সোনাইয়ের যত্ন নিয়ে চলে নানা জল্পনা-কল্পনা। কিন্তু এরই মধ্যে খবর আসে, সোনাই ছুটে পালিয়েছে; ভেস্তে যায় সব আয়োজন।

এরপর গরু খোঁজার জন্য ভাড়া করা হয় প্রাইভেট ডিটেকটিভ। একের পর এক ঘটতে থাকে মজার ঘটনা। এমনই মজার এক গল্প নিয়ে গড়ে উঠেছে ধারাবাহিক নাটক ‘হৈ হৈ হল্লা’। পাঁচ পর্বের এ নাটকটি রচনা করেছেন সাইফুল্লাহ রিয়াদ। পরিচালনা করেছেন মো. তোফায়েল সরকার।

এখানে প্রাইভেট ডিটেকটিভ চরিত্রে অভিনয় করেছেন ডা. এজাজ। আরও আছেন বৃন্দাবন দাস, পাভেল ইসলাম, অ্যালেন শুভ্র, নাজমুল ইসলাম অনিক, পরশ লোদি। ঈদুল আজহার দিন থেকে পঞ্চম দিন, দুপুর ১টায়, বিকাল সাড়ে ৫টায় এবং রাত ৮টায় দুরন্ত টিভিতে প্রচার হবে নাটকটি।

(ঢাকাটাইমস/০১ জুলাই/এলএম/এএইচ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
সরকারি দপ্তরে গাড়ি কেনা ও বিদেশ সফর বন্ধ
কুমিল্লা বোর্ডে বৃহস্পতিবারের এইচএসসি পরীক্ষা স্থগিত  
হাসপাতালের গার্ডকে চড় মেরে স্বাস্থ্য মন্ত্রণালয় হারান মুরাদ হাসান! কোথায় এখন!
ভারতের ইন্ধনে সরকার উৎখাত ষড়যন্ত্রে লিপ্ত এনবিআর- রাশেদ প্রধান
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা