রাজধানীতে মাদকবিরোধী অভিযানে ২২ জন আটক

রাজধানীর বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়ে ২২ জনকে আটক করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ৩৭ হাজার ১০১ পিস ইয়াবা, ৩০ কেজি ৫০০ গ্রাম হেরোইন, সাত কেজি ৪৫০ গ্রাম গাঁজা ও সাত বোতল ফেনসিডিল জব্দ করা হয়।
বৃহস্পতিবার ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, ডিএমপির বিভিন্ন থানার পুলিশ এ অভিযান চালায়।
সূত্রটি জানায়, ডিএমপির নিয়মিত মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে ২২ জনকে আটক এবং মাদকদ্রব্য জব্দ করা হয়।
আটককৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ১৮টি মামলা করা হয়েছে।
(ঢাকাটাইমস/১৫সেপ্টেম্বর/এএ/এফএ)

মন্তব্য করুন