দেশে গণভোট ফিরিয়ে আনতে হবে: আমীর খসরু

জামালপুর প্রতিনিধি, ঢাকাটাইমস
| আপডেট : ০৩ জানুয়ারি ২০২৩, ১৯:১৯ | প্রকাশিত : ০৩ জানুয়ারি ২০২৩, ১৮:৫৫

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, দেশে গণভোট ফিরিয়ে আনতে হবে। নির্বাচন কমিশন,পাবলিক সার্ভিস কমিশন ইত্যাদি গুরুত্বপূর্ণ স্থানে নিজেদের পকেটের লোক ছাড়া আর কেউ নেই। তত্ত্বাবধায়ক সরকার আমরা সংবিধানে ফিরিয়ে নিয়ে আসবো। এটা নিয়ে আর বির্তকের প্রয়োজন নেই।

মঙ্গলবার বিকালে শহরের স্টেশন রোডস্থ জেলা বিএনপির দলীয় কার্যালয় সংলগ্ন একটি ভবনে আন্দোলনের ১০ দফা ও রাষ্ট্র কাঠামো মেরামত রূপরেখা,ব্যাখা ও বিশ্লেষণ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

আমীর খসরু মাহমুদ চৌধুরী আরও বলেন, আমরা দেশ রক্ষায় রাস্তায় গুলি খেতেও তৈরি আছি। এ সময় তিনি বর্তমান অনির্বাচিত অবৈধ জাতীয় সংসদ বাতিল করে ভোটারবিহীন,গণতন্ত্র হরণকারী লুটেরা ক্ষমতাসীন ফ্যাসিস্ট সরকারকে পদত্যাগের আহ্বান জানান।

বিএনপি’ জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক ও জেলা বিএনপি’র সাধার সম্পাদক অ্যাডভোটে শাহ্ মো.ওয়ারেছ আলী মামুনের সঞ্চালনায় আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা বিএনপি’র সভাপতি মো.ফরিদুল কবির তালুকদার শামীম।

সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ্ প্রিন্স।

(ঢাকাটাইমস/৩জানুয়ারি/এআর)

সংবাদটি শেয়ার করুন

রাজনীতি বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :