পরীমনির ‘মা’ যাচ্ছে ফ্রান্সের কান উৎসবে

বিনোদন প্রতিবেদক, ঢাকাটাইমস
| আপডেট : ১০ মে ২০২৩, ১১:১৬ | প্রকাশিত : ১০ মে ২০২৩, ১১:১৩

আলোচিত চিত্রনায়িকা পরীমনির অনুরাগীদের জন্য সুখবর। ফ্রান্সের অনুষ্ঠিতব্য ৭৫তম কান চলচ্চিত্র উৎসবে যাচ্ছে তাদের প্রিয় অভিনেত্রীর মুক্তি প্রতিক্ষীত সিনেমা ‘মা’। উৎসবটির বাণিজ্যিক শাখা মার্শে দ্যু ফিল্মে প্রিমিয়ার হবে সিনেমাটির।

গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন ‘মা’-এর নির্মাতা অরণ্য আনোয়ার। তিনি বলেন, ‘এটা আমার দীর্ঘ নির্মাণ ক্যারিয়ারের প্রথম ছবি, যেটি বাংলাদেশে মুক্তি পাচ্ছে ১৯ মে। একই সময়ে ছবিটি কানেও প্রিমিয়ার করতে পারছি।’;

অরণ্য আনোয়ার বলেন, ‘একজন নির্মাতার কাছে এর চেয়ে আনন্দের কিছু হতে পারে না। আমি চাই, বাংলাদেশ, কান উৎসব হয়ে ছবিটি গোটা বিশ্বে ছড়িয়ে পড়ুক। পৃথিবীর সকল মা’কে উৎসর্গ করেই এই ছবিটি আমি নির্মাণ করেছি।’

নির্মাতা আরও জানিয়েছেন, ‘১৯ মে দেশের প্রেক্ষাগৃহে মুক্তি দিয়েই তিনি ও ছবির প্রযোজক পুলক কান্তি বড়ুয়া ছুটবেন ফ্রান্সের কান সৈকতের উদ্দেশ্যে। সেখানে প্রিমিয়ারের মাধ্যমে বিশ্বের অন্য প্রযোজক-পরিবেশকদের সঙ্গে আলাপ করবেন ‘মা’ ছবিটি বিশ্বজুড়ে ছড়িয়ে দেয়ার লক্ষ্যে।

‘মা’-এর গল্প মুক্তিযুদ্ধের সময়ের। মৃত ঘোষিত সাত মাস বয়সী এক সন্তানকে নিয়ে তার অসহায় মায়ের আবেগের গল্প। সাজিয়ে-গুছিয়ে তা সিনেমা আকারে পর্দায় তুলে আনছেন নির্মাতা অরণ্য আনোয়ার। মুখ্য ভূমিকায় রয়েছেন পরীমনি।

অরণ্যে পুলক (এপি)-এর ব্যানারে নির্মিত সিনেমাটির বিভিন্ন চরিত্রে আরও অভিনয় করেছেন আজাদ আবুল কালাম, ফারজানা ছবি, সাজু খাদেম, রেবেনা করিম জুঁই, শিল্পী সরকার অপু, সেতু, লাবণ্য ও শাহাদাত হোসেনসহ অনেকে।

(ঢাকাটাইমস/১০মে/এজে)

সংবাদটি শেয়ার করুন

বিনোদন বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বিনোদন এর সর্বশেষ

‘বাণিজ্যিক সিনেমার নির্মাতাদের অনুদান দিলে চলচ্চিত্র এগিয়ে যাবে’

যে পানীয়র গুণে ৫০ বছরেও এত মোহময়ী মালাইকা অরোরা

অস্কারজয়ী বাঙালি নির্মাতা সত্যজিৎ রায় সম্পর্কে কতটুকু জানেন

‘চলচ্চিত্র শিল্পে সমস্যা ও উত্তরণের উপায়’ শীর্ষক গোলটেবিল বৈঠক

সুবর্ণা মুস্তাফার স্বামীর সঙ্গে প্রেমের গুঞ্জন! যা বললেন নীলাঞ্জনা

শাকিব খান কি সত্যি তৃতীয় বিয়ের পথে? যা জানালেন আরশাদ আদনান

আমরা কি শ্রমিকদের সঠিক মর্যাদা দিতে পারছি?

মেয়ের বয়স ১১ মাস, এবার ছেলের বাবা হলেন চিত্রনায়ক রোশান

মে দিবসে দেখতে পারেন শোষিত মানুষের এই তিন সিনেমা

কনসার্টে নাচছেন ট্রাম্প-রবীন্দ্রনাথ, মূল ভিডিওটি আসলে কার?

এই বিভাগের সব খবর

শিরোনাম :