মৌসুম শুরুর আগেই এমবাপ্পের সঙ্গে চুক্তি করতে চায় মাদ্রিদ

ক্রীড়া ডেস্ক, ঢাকা টাইমস
 | প্রকাশিত : ৩০ জুলাই ২০২৩, ১৯:০৯

আগস্টের প্রথম দুই সপ্তাহের মধ্যে অর্থাৎ লা লিগার নতুন মৌসুম শুরুর আগেই কিলিয়ান এমবাপ্পের সঙ্গে চুক্তির বিষয় চূড়ান্ত করতে চায় রিয়াল মাদ্রিদ। লা লিগা ক্লাবের একটি সূত্র ইএসপিএনকে এই তথ্য নিশ্চিত করে জানিয়েছে মাদ্রিদ। এখনও এমবাপ্পে ও একইসঙ্গে পিএসজির সিদ্ধান্তের অপেক্ষায় আছে।

পিএসজি ইতোমধ্যেই বেশ স্পষ্ট ভাবেই জানিয়ে দিয়েছে আগামী বছর ফ্রি ট্রান্সফার এড়ানোর জন্য এমবাপ্পেকে এবারের গ্রীষ্মেই তারা ছেড়ে দিতে চায়। কিন্তু স্পেন ও ফ্রান্সে ২০২৩-২৪ মৌসুম শুরুর দুই সপ্তাহ বাকি থাকলেও দুই ক্লাবের মধ্যে এ ব্যপারে এখনো কোনো চূড়ান্ত আলোচনা হয়নি।

মাদ্রিদ এখনো আশাবাদী। যদিও সূত্রটি জানিয়েছে পিএসজি যদি আলোচনা শুরু করতে আগ্রহ দেখায় তবে মাদ্রিদও এই চুক্তির বিষয়ে প্রস্তুত আছে। স্প্যানিশ জায়ান্টরা জানে এমবাপ্পেকে দলে নিতে হলে তাদের অন্তত ২০০ মিলিয়ন ইউরোর উপর ব্যয় করতে হবে, সাথে অন্যান্য আনুষাঙ্গিক আরো ব্যয় রয়েছে। রিয়াল চাচ্ছে ২০২৯ সাল পর্যন্ত এমবাপ্পের সাথে ছয় বছরের চুক্তি করতে। ইংলিশ মিডফিল্ডার জুড বেলিংহামের চুক্তির সাথে মিলিয়ে এমবাপ্পের সাথে চুক্তি করতে চাচ্ছে মাদ্রিদ। এবারের গ্রীষ্মে ১০৩ মিলিয়ন ইউরেরা সাথে আরো সব মিলিয়ে ৩০ শতাংশ যোগ করে বেলিংহামের সাথে চুক্তি করেছে মাদ্রিদ।

স্প্যানিশ জায়ান্টদের আশা ভিনিসিয়াস জুনিয়রের সঙ্গে এমবাপ্পে ও বেলিংহাম মিলে ক্লাবের নতুন প্রকল্পকে সামনে এগিয়ে নিয়ে যাবে। করিম বেনজেমা ক্লাব ছেড়ে চলে যাওয়ায় তার জায়গা এমবাপ্পে ও বেলিংহামকে দিয়ে পূরণ করতে চায় মাদ্রিদ কর্তৃপক্ষ। আগামী ডিসেম্বরে ক্লাবের হোম গ্রাউন্ড সান্তিয়াগো বার্নাব্যুর নতুন রূপ সকলের সামনে উন্মুক্ত করতে চায় মাদ্রিদ। আর সেখানে মূল খেলোয়াড় হবেন এমবাপ্পে ও বেলিংহাম।

(ঢাকাটাইমস/৩০জুলাই/এমএম)

সংবাদটি শেয়ার করুন

খেলাধুলা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

খেলাধুলা এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :