ছাত্র সমাবেশের প্রস্তুতি সম্পন্ন

স্মার্ট বাংলাদেশ ও শেখ হাসিনার প্রশ্নে যাদের মতবিরোধ নেই, তারা আমন্ত্রিত: ছাত্রলীগ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
 | প্রকাশিত : ৩১ আগস্ট ২০২৩, ১৭:১৯

স্মরণকালের সবচেয়ে বড় ছাত্র সমাবেশ করতে যাচ্ছে বাংলাদেশ ছাত্রলীগ। শুক্রবার ঢাকার ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানের এই সমাবেশে পাঁচ লাখ শিক্ষার্থীর সমাগম হবে বলে আশা করছে সংগঠনটি।

জাতির তির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গবন্ধু শেখ ফজিলাতুন নেছা মুজিব স্মরণে এই ছাত্র সমাবেশ করছে ছাত্রলীগ। এতে প্রধান অতিথি থাকবেন আওয়ামী লীগ সভাপতি, প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

রাজনৈতিক মতবিরোধ থাকলেও স্মার্ট বাংলাদেশ গড়ার ক্ষেত্রে ও শেখ হাসিনার প্রশ্নে যাদের কোনো মতবিরোধ নেই, তাদেরকে আমন্ত্রণ জানানো হয়েছে বলে জানিয়েছেন ছাত্রলীগ সভাপতি সাদ্দাম হোসেন।

বৃহস্পতিবার দুপুরে সোহরাওয়ার্দী উদ্যানে ছাত্র সমাবেশের প্রস্তুতির কাজ পরিদর্শন শেষে তিনি সাংবাদিকদের তিনি একথা বলেন। এসময় তার সঙ্গে ছাত্রলীগ সাধারণ সম্পাদক শেখ ওয়ালি আফিস ইনান উপস্থিত ছিলেন।

সাদ্দাম হোসেন বলেন, ‘সমাবেশে দেশের অপরাজনীতির বিরুদ্ধে বাংলাদেশের ছাত্রসমাজ শপথ নেবে। জঙ্গিবাদ, সন্ত্রাসের বিরুদ্ধে আপসহীনভাবে যে ছাত্রসমাজ রয়েছে সেটার প্রতিফলন ঘটবে ছাত্র-সমাবেশে।’

‘দেশে তরুণ সমাজ প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে আছে সেটারই প্রমাণ ঘটবে সমাবেশে। তাই মুক্তিযুদ্ধের চেতনায় অবিশ্বাসী ছাত্রদল ছাড়া সব ছাত্রসমাজকে ছাত্রলীগের সমাবেশে আমন্ত্রন জানানো হয়েছে।’

ছাত্রলীগ সভাপতি বলেন, ‘যারা স্বাধীনতার পক্ষে এমন সকল ছাত্রসমাজকে দাওয়াদ দেওয়া হয়েছে। সাধারণ শিক্ষার্থীরা যারা শেখ হাসিনাকে গভীরভাবে ভালোবানে তারাও ছাত্র সমাবেশে আসবেন। আগামীকালের ছাত্র সমাবেশে তরুণ সমাজ ছাত্রসমাজ বলবে ওয়ান্স এগেইন শেখ হাসিনা। সেটার প্রতিফলনই আমরা এই সমাবেশের মাধ্যমে দেখতে পাবো বলে আমরা আশাবাদী।’

ছাত্রলীগ সাধারণ সম্পাদক শেখ ওয়ালি আফিস ইনান বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আজ প্রতিটি গ্রাম উন্নয়নের ছোঁয়া লেগে শহরে পরিণত হয়েছে। শেখ হাসিনা যে স্বপ্ন দেখান সেই স্বপ্ন বাস্তবায়ন করেন। তাই শেখ হাসিনার প্রতি দেশের তরুণ সমাজ প্রবল ভাবে আস্থা রাখেন।’

‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে স্মার্ট বাংলাদেশ নির্মাণ করার ঘোষণা দিয়েছেন সেটার বাস্তব প্রতিফলন ঘটাবে আর সেই কারণেই দেশের তরুণ সমাজ শেখ হাসিনার প্রতি আস্থাশীল। উন্নত আধুনিক স্মার্ট ও স্বনির্ভর বাংলাদেশ গড়তে হলে প্রধানমন্ত্রী হিসেবে শেখ হাসিনার কোন বিকল্প নেই এটা দেশের তরুণ সমাজ বিশ্বাস করে।’

ছাত্রলীগ সাধারণ সম্পাদক ইনান আরও বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেশের তরুণ সমাজ আছে, থাকবে। আগামীকাল ছাত্রসমাজের মধ্য দিয়ে সেই বার্তা আমরা দিতে চাই। অপরাধী ও দেশবিরোধীদের বিরুদ্ধে সবসময় ছাত্রসমাজ প্রস্তুত রয়েছে সেই বার্তা ছাত্রসমাবেশ থেকে দেওয়া হবে।’

‘বাংলাদেশের শান্তি ও সুষ্ঠু পরিবেশ কেউ যদি বিনষ্ট করতে চায় তাহলে বাংলার ছাত্রসমাজ তাদেরকে কঠোরভাবে জবাব দেবে। ১৫ আগস্ট ঘটিয়ে যারা জাতির পিতা বঙ্গবন্ধুকে হত্যা করেছে, তারাই আবার আরেকটা ১৫ আগস্ট ঘটাতে চায়। তাদের বিরুদ্ধে আমরা সচেষ্ট আছি।’

(ঢাকাটাইমস/৩১আগস্ট/জেএ/ডিএম)

সংবাদটি শেয়ার করুন

রাজনীতি বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

রাজনীতি এর সর্বশেষ

বিএনপি নেতা আবু আশফাককে কারাগারে পাঠানোর ঘটনায় মহাসচিবের উদ্বেগ

ইরানের প্রেসিডেন্টের মৃত্যুতে ১২ দলীয় জোটের শোক

শফিউল আলম প্রধানের ৭ম মৃত্যুবার্ষিকী মঙ্গলবার

ইশরাকের মুক্তির দাবিতে রাজধানীতে বিক্ষোভ

ঢাকা জেলা বিএনপির সভাপতি আবু আশফাকের জামিন নামঞ্জুর, কারাগারে প্রেরণ

খালেদা জিয়াকে মুক্ত করে গণতন্ত্র ফিরিয়ে আনতে হবে: ফারুক

দেশের আর্থিক খাতে যেকোনো সময় ভয়ংকর ক্র্যাশ ল্যান্ডিং হতে পারে: রিজভী 

ইরানের প্রেসিডেন্টের মৃত্যুতে মির্জা ফখরুলের শোক

বিকল্প কর্মসংস্থানের ব্যবস্থা না করে অটোরিকশা বন্ধ অমানবিক: বাংলাদেশ ন্যাপ 

অটোরিকশাচালকদের ওপর সরকার স্টিম রোলার চালাচ্ছে: রিজভী 

এই বিভাগের সব খবর

শিরোনাম :