বরকলে পিসিপির জনসমাবেশ

বরকল (রাঙামাটি) প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২৮ সেপ্টেম্বর ২০২৩, ১৯:৫৫

রাঙামাটির বরকলে পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদ থানা শাখার উদ্যোগে দেশের সকল উচ্চ শিক্ষা প্রতিষ্ঠান ও সরকারি চাকুরিতে ৫% আদিবাসী কোটা নিশ্চিতকরণ, পার্বত্য চট্টগ্রামে প্রাথমিক, মাধ্যমিক ও কলেজগুলোতে শিক্ষক সংকট নিরসনসহ পার্বত্য চট্টগ্রাম চুক্তি পূর্ণাঙ্গ ও যথাযথ বাস্তবায়নের দাবিতে ছাত্র ও জনসমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার সকালে উপজেলা পরিষদের মাঠ প্রাঙ্গণে এ সভা আয়োজন করা হয়।

বরকল থানা শাখার পিসিপি সভাপতি মিন্টু চাকমার সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান বিধান চাকমা ও বিশেষ অতিথি ছিলেন ভাইস চেয়ারম্যান শ্যাম রতন চাকমা।

পিসিপি সাধারণ সম্পাদক সবিনয় চাকমার সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য দেন রাঙামাটি জেলা কমিটির যুব সমিতির সভাপতি অমিতাভ তঞ্চঙ্গ্যা, রাঙামাটি জেলা কমিটির হিল উইমেন্স ফেডারেশনের সভাপতি ম্রানুচিং মারমা, জেলা শাখা পিসিপি সাধারণ সম্পাদক টিকেল চাকমা, রাঙামাটি জেলা কেন্দ্রীয় কমিটির পিসিপি সাধারণ সম্পাদক থোয়াই ক্য জাই চাক প্রমুখ।

(ঢাকাটাইমস/২৮ সেপ্টেম্বর/ইএইচ)

সংবাদটি শেয়ার করুন

সারাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

সারাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :