বায়ুদূষণে আজ তৃতীয় অবস্থানে ঢাকা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
| আপডেট : ০৯ অক্টোবর ২০২৩, ১৪:২৬ | প্রকাশিত : ০৯ অক্টোবর ২০২৩, ১১:৪৫

বায়ুদূষণে বিশ্বের ১১০টি শহরের মধ্যে দূষিত শহরের তালিকায় আজ সোমবার সকাল সাড়ে আটটায় তৃতীয় অবস্থানে উঠে আসে ঢাকা। আইকিউএয়ারের বাতাসের মানসূচকে (এয়ার কোয়ালিটি ইনডেক্স-একিউআই) এ সময় ঢাকার স্কোর ছিল ১৬০। বাতাসের এ মান ‘অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচনা করা হয়।

সোমবার সকাল ৯টা ২৬ মিনিটের দিকে বায়ুর মান পর্যবেক্ষণকারী সংস্থা এয়ার কোয়ালিটি ইনডেক্সের (আইকিউএয়ার) সূচক থেকে জানা গেছে এ তথ্য।

একই সময়ে ১৮৭ স্কোর নিয়ে দূষিত বায়ুর শহরের তালিকার প্রথম স্থানে রয়েছে পাকিস্তানের লাহোর। ১৬০ স্কোর নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে ভারতের মুম্বাই।

তবে বায়ুদূষণ তালিকায় সবচেয়ে ভালো অবস্থানে রয়েছে জাপানের তিনটি শহর।

স্কোর শূন্য থেকে ৫০ এর মধ্যে থাকলে বায়ুর মান ভালো বলে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ হলে মাঝারি বা সহনীয় ধরা হয় বায়ুর মান। সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। ১৫১ থেকে ২০০ পর্যন্ত অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয়। স্কোর ২০১ থেকে ৩০০ হলে খুবই অস্বাস্থ্যকর বলে বিবেচনা করা হয়। এছাড়া ৩০১-এর বেশি হলে তা দুর্যোগপূর্ণ বলে বিবেচিত হয়।

(ঢাকাটাইমস/০৯অক্টোবর/এমআই/এফএ)

সংবাদটি শেয়ার করুন

রাজধানী বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

রাজধানী এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :