সরকার পরিকল্পিতভাবে উস্কানি ও আতঙ্ক সৃষ্টি করছে: গণতন্ত্র মঞ্চ

অনলাইন ডেস্ক
 | প্রকাশিত : ২৬ অক্টোবর ২০২৩, ২০:০৬

বিরোধী দলসমূহের মহাসমাবেশ কেন্দ্র করে সরকার ও সরকারি দল পরিকল্পিত উস্কানি ও আতংক সৃষ্টির চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন গণতন্ত্র মঞ্চের শীর্ষ নেতারা। তারা বলেন, সরকার ও সরকারি দলের কোন হুমকি ২৮ অক্টোবরের মহাসমাবেশের গণস্রোত রোধ করতে পারবে না।

বৃহস্পতিবার দুপুরে গণতন্ত্র মঞ্চের কেন্দ্রীয় পরিচালনা পরিষদের সভায় দেশের সর্বশেষ রাজনৈতিক পরিস্থিতি পর্যালোচনা করে বলা হয় ২৮ অক্টোবর বিরোধী দলসমূহের শান্তিপূর্ণ সমাবেশ-মহাসমাবেশকে কেন্দ্র করে সরকার ও সরকারি দল পরিকল্পিত উসকানি ও আতংক ছড়ানোর চেষ্টা করছে। নিজেদের ভয়কে তারা উত্তেজিত বক্তৃতা বিবৃতির মাধ্যমে কাটানোর উদ্যোগ নিয়েছে। সরকারি দলের নেতারা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ওপর আস্থা হারিয়ে লাঠিসোঁটা আর লগি বৈঠা নিয়ে রাজপথে থাকার ঘোষণা দিয়ে চলেছে।

নেতৃবৃন্দ বলেন, কোনো উত্তেজিত বক্তৃতা আর হুমকি ধামকি দিয়ে সরকারের বিরুদ্ধে গণজাগরণের গণস্রোতকে এবার আর রোধ করা যাবে না। তারা জনগণের কণ্ঠস্বরকে অনুধাবন করে অনতিবিলম্বে পদত্যাগের ঘোষণা দিয়ে সংকট উত্তরণে বিরোধী দলসমূহের সঙ্গে আলোচনায় বসার আহবান জানান।

সভায় নেতৃবৃন্দ পুলিশের সমান্তরাল বাহিনী হিসাবে আনছার বাহিনীকে গড়ে তোলার সরকারি উদ্যোগে তীব্র ক্ষোভ ও উদ্বেগ প্রকাশ করেন। নেতৃবৃন্দ সরকারকে এই অপতৎপরতা থেকে সরে আসার জন্য আহবান জানান।

সভায় নেতৃবৃন্দ বলেন, বিরোধীদলীয় নেতা কর্মীদের গ্রেপ্তার করে এবার সরকার তার ক্ষমতা প্রলম্বিত করতে পারবে না।

নেতৃবৃন্দ ২৮ অক্টোবর বিকাল তিনটায় মৎস্যভবনের পাসের রাস্তায় গণতন্ত্র মঞ্চের গণসমাবেশ সফল করার আহবান জানান।

বিপ্লবী ওয়ার্কার্স পার্টির কার্যালয়ে শহীদ উদ্দিন মাহমুদ স্বপন এর সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় উপস্থিত ছিলেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি, ভাসানী অনুসারী পরিষদের আহবায়ক শেখ রফিকুল ইসলাম বাবলু, নাগরিক ঐক্যের সাধারণ সম্পাদক শহীদুল্লাহ কায়সার, রাষ্ট্র সংস্কার আন্দোলনের সাংগঠনিক সমন্বয়ক ইমরান ইমন, হাবিবুর রহমান রিজু, কামাল উদ্দিন পাটোয়ারী, আকবর খান, জিন্নুর চৌধুরী দিপু, বাচ্চু ভূইয়া, ফরিদুল হক প্রমুখ।

ঢাকাটাইমস/২৬অক্টোবর/জেবি

সংবাদটি শেয়ার করুন

রাজনীতি বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

রাজনীতি এর সর্বশেষ

ঐক্যবদ্ধ হয়ে আ.লীগের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে: জামাল হায়দার

কখনো হাল ছাড়া যাবে না, বুকে বল নিয়ে চলতে হবে: নেতাকর্মীদের ফখরুল

গোটা বাংলাদেশ এখন কাঁটাতারের বেড়ায় আটকে আছে: রিজভী

বিএনপি নেতা আবু আশফাককে কারাগারে পাঠানোর ঘটনায় মহাসচিবের উদ্বেগ

ইরানের প্রেসিডেন্টের মৃত্যুতে ১২ দলীয় জোটের শোক

শফিউল আলম প্রধানের ৭ম মৃত্যুবার্ষিকী মঙ্গলবার

ইশরাকের মুক্তির দাবিতে রাজধানীতে বিক্ষোভ

ঢাকা জেলা বিএনপির সভাপতি আবু আশফাকের জামিন নামঞ্জুর, কারাগারে প্রেরণ

খালেদা জিয়াকে মুক্ত করে গণতন্ত্র ফিরিয়ে আনতে হবে: ফারুক

দেশের আর্থিক খাতে যেকোনো সময় ভয়ংকর ক্র্যাশ ল্যান্ডিং হতে পারে: রিজভী 

এই বিভাগের সব খবর

শিরোনাম :