টস জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ, বিশ্বকাপ অভিষেক তানজিম সাকিবের

ক্রীড়া ডেস্ক, ঢাকা টাইমস
 | প্রকাশিত : ০৬ নভেম্বর ২০২৩, ১৪:২৩

মান বাঁচানোর ম্যাচে টস জিতে শ্রীলঙ্কার বিপক্ষে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ। ২০২৫ সালে পাকিস্তানে অনুষ্ঠিত হতে যাওয়া চ্যাম্পিয়নস ট্রফিতে খেলতে হলে আজকের ম্যাচে জিততেই হবে বাংলাদেশকে।

দুপুর ২টা ৩০ মিনিটে দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে শুরু হবে ম্যাচটি।

চলতি বিশ্বকাপে এখন পর্যন্ত সাতটি ম্যাচ খেলেছে বাংলাদেশ। এর মধ্যে প্রথম ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে জয় পেয়েছিল দলটি। তারপরে টানা ছয় ম্যাচে হারের তিক্ত স্বাদ পেয়েছে বাংলাদেশ।

এবার সেই জয় খরা কাটাতে প্রস্তুত টাইগাররা। বর্তমানে মাত্র ২ পয়েন্ট নিয়ে ১০ দলের মধ্যে নয়ে রয়েছে বাংলাদেশ। ২০২৫ সালের চ্যাম্পিয়নস ট্রফিতে খেলার জন্য সেরা আটে থাকতে হবে তাদের। সেজন্য শ্রীলঙ্কার বিপক্ষে জয় ভিন্ন পথ নেই।

বিশ্বকাপে এখন পর্যন্ত তিনবার দেখা হয়েছে বাংলাদেশ এবং শ্রীলঙ্কার। মুখোমুখি সেই লড়াইয়ে এগিয়ে আছে লঙ্কানরাই। এখন পর্যন্ত বিশ্বকাপে একবারও তাদের হারাতে পারেনি টাইগাররা। সবশেষ ২০১৫ বিশ্বকাপে লঙ্কানদের রানপাহাড়ে পিষ্ট হয়েছিল বাংলাদেশ। ২০১৯ বিশ্বকাপে দুই দলের ম্যাচ ভেসে গিয়েছিল বৃষ্টিতে।

এখন পর্যন্ত ওয়ানডেতে ৫৩ বার একে অন্যের মুখোমুখি হয়েছে বাংলাদেশ এবং শ্রীলঙ্কা। মুখোমুখি জয়ের হিসেবে শ্রীলঙ্কা বেশ অনেকটা এগিয়ে। এখন পর্যন্ত ৪২ ম্যাচে জয় পেয়েছে দ্বীপরাষ্ট্রটি। আর বাংলাদেশের পক্ষে ফল এসেছে ৯ ম্যাচে।

আজকের ম্যাচে বাংলাদেশের একাদশে এসেছে এক পরিবর্তন। পুরোপুরি ফিট নন মোস্তাফিজুর রহমান। এই বাঁহাতি পেসারের পরিবর্তে একাদশে এসেছেন তানজিম হাসান সাকিব। বিশ্বকাপে এটিই তার অভিষেক ম্যাচ।

অপরদিকে লঙ্কান একাদশে আনা হয়েছে দুটি পরিবর্তন। দিমুথ করুণারত্নে ও দুশান হেমন্তের পরিবর্তে খেলবেন কুশল পেরেরা এবং ধনঞ্জয়া ডি সিলভা।

বাংলাদেশ একাদশ

লিটন দাস, তানজিদ হাসান তামিম, নাজমুল হোসেন শান্ত, সাকিব আল হাসান (অধিনায়ক), মুশফিকুর রহিম (উইকেটকিপার), তাওহীদ হৃদয়, মাহমুদউল্লাহ রিয়াদ, মেহেদী হাসান মিরাজ, তাসকিন আহমেদ, তানজিম সাকিব ও শরীফুল ইসলাম। শ্রীলঙ্কা একাদশ

পাথুম নিশাঙ্কা, কুশল পেরেরা, কুশল মেন্ডিস (উইকেটরক্ষক/অধিনায়ক), সাদিরা সামারাবিক্রমা, চারিথ আসালাঙ্কা, ধনঞ্জয়া ডি সিলভা, অ্যাঞ্জেলো ম্যাথিউস, মহেশ থিকসানা, কাসুন রাজিথা, দুশমন্থ চামিরা, দিলশান মাদুশঙ্কা।

(ঢাকা টাইমস/০৬নভেম্বর/এনবিডব্লিউ)

সংবাদটি শেয়ার করুন

খেলাধুলা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

খেলাধুলা এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :