যুদ্ধে যা করা দরকার তাই করেছি, ম্যাথিউসের আউট নিয়ে সাকিব

ক্রীড়া ডেস্ক, ঢাকা টাইমস
| আপডেট : ০৭ নভেম্বর ২০২৩, ১০:০৮ | প্রকাশিত : ০৭ নভেম্বর ২০২৩, ০৯:৪৬

চলতি বিশ্বকাপে নিজেদের দ্বিতীয় জয় তুলে নিয়েছে বাংলাদেশ।নিজেদের অষ্টম ম্যাচে শ্রীলঙ্কাকে তারা তিন উইকেটে হারিয়েছ। তবে এই জয়ের চেয়েও বেশি আলোচনায় অ্যাঞ্জেলো ম্যাথিউসের ‘টাইমড আউট’। আন্তর্জাতিক ক্রিকেটের ১৪৬ বছরের ইতিহাসে প্রথমবারের মতো টাইমড আউট হয়েছেন অ্যাঞ্জেলো ম্যাথিউস। বাংলাদেশের বিপক্ষে ম্যাচে দিল্লিতে হেলমেট পরিবর্তন করতে গিয়ে সময়ক্ষেপণ করেন লঙ্কান এই ব্যাটার। এরপর আম্পায়ারের কাছে আপিল করেন টাইগার অধিনায়ক সাকিব আল হাসান। প্রথমবারের মতো এই আউট দেখল ক্রিকেট বিশ্ব।

অ্যাঞ্জেলো ম্যাথিউসের ‘টাইমড আউট’ নিয়ে উত্তাল ক্রিকেটবিশ্ব। বিষয়টি নিয়ে আলোচনা-সমালোচনায় মেতেছেন সাবেক ক্রিকেটাররা।

ম্যাথিউসের এমন আউটের ব্যাখ্যা অবশ্য ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে সাকিব খোলাসা করেন।

সাকিব বলেন, ‘আমাদের একজন ফিল্ডার আমার কাছে এসে বলল, যদি আমি আবেদন করি তাহলে (ম্যাথিউস) সে আউট হয়ে যাবে। এরপর আমি আবেদন করি এবং আম্পায়ার আমাকে জিজ্ঞেস করল আমি সিরিয়াস কি না। এটা নিয়মে আছে; জানি না সেটা ভুল নাকি সঠিক।’

সাকিবের মনে হচ্ছিল যেন তিনি যুদ্ধে আছেন, ‘মনে হচ্ছিল যেন যুদ্ধে আছি, তাই যা করার ছিল, সেটা করেছি আমি। এনিয়ে বিতর্ক হবে। কিন্তু এটা যদি নিয়মে থাকে, আমি সেই সুযোগ নিতে পিছপা হব না। অবশ্যই এটা (টাইমড আউট) আমাদের সাহায্য করেছে সেটা অস্বীকার করবো না।’

বাংলাদেশের আবেদনের প্রেক্ষিতে ‘টাইমড আউট’ হয়ে ক্ষুব্ধ অ্যাঞ্জেলো ম্যাথুস। ম্যাচশেষে সাকিবদের সঙ্গে হাত মেলাননি ম্যাথুস ও তার দল। ম্যাচপরবর্তী সংবাদ সম্মেলনে ক্ষোভ প্রকাশ করে জানিয়েছেন, এ ম্যাচের পর বাংলাদেশের প্রতি তাদের আগের মতো সম্মান নেই। সাকিব ও বাংলাদেশ যা করেছে, তা অসম্মানজনক বলেও মন্তব্য করেন তিনি। এদিকে ম্যাথিউসের আউট নিয়ে মাঠের চতুর্থ আম্পায়ার আদ্রিয়ান হোল্ডস্টক বলেন, ‘(এমন টুর্নামেন্টে) এমসিসির ক্রিকেট আইনের জায়গায় আইসিসির বিশ্বকাপ প্লেয়িং কন্ডিশন প্রাধান্য পাবে। টাইমড আউটের ক্ষেত্রে, নতুন ব্যাটসম্যানকে দুই মিনিটের মধ্যে বল খেলার জন্য তৈরি থাকতে হবে।’

‘টিভি আম্পায়ার এই দুই মিনিট সময়ের খেয়াল রাখেন এবং তা মাঠের আম্পায়ারদের জানান। (ম্যাথিউসের) এই ঘটনায় (হেলমেটের) স্ট্র্যাপ নিয়ে সমস্যায় পড়ার আগেই দুই মিনিট পেরিয়ে গিয়েছিল এবং ব্যাটসম্যান বল খেলার জন্য প্রস্তুত ছিলেন না। দুই মিনিট সময় আগেই শেষ হয়ে গিয়েছিল। প্লেয়িং কন্ডিশন অনুযায়ী, ফিল্ডিং দলের অধিনায়ক মাঠের আম্পায়ারের কাছে টাইমড আউটের আবেদন করেছিলেন।’-যোগ করেন হোল্ডস্টক। (ঢাকা টাইমস/০৭নভেম্বর/এনবিডব্লিউ)

সংবাদটি শেয়ার করুন

খেলাধুলা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

খেলাধুলা এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :