নেদারল্যান্ডসের বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে ইংল্যান্ড

ক্রীড়া ডেস্ক, ঢাকা টাইমস
| আপডেট : ০৮ নভেম্বর ২০২৩, ১৬:১০ | প্রকাশিত : ০৮ নভেম্বর ২০২৩, ১৪:২৬

বিশ্বকাপে নিজেদের অষ্টম ম্যাচে নেদারল্যান্ডসের বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে ইংল্যান্ড। এখন পর্যন্ত ৭ ম্যাচে এক জয় নিয়ে গ্রুপ পর্ব থেকে বিদায় নিশ্চিত হয়েছে ইংলিশদের। অন্যদিকে ৭ ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে নেদারল্যান্ডসও গ্রুপ পর্ব থেকে বিদায় নিয়েছে। বিশ্বকাপ থেকে বিদায় নিলেও এই দুই দলের লক্ষ্য এখন ২০২৫ চ্যাম্পিয়নস ট্রফিতে জায়গা নিশ্চিত করা।

পুনের মহারাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় আড়াইটায়।

বিশ্বকাপটা একেবারে যাচ্ছেতাই গিয়েছে ইংলিশদের। একমাত্র বাংলাদেশের সঙ্গে ম্যাচ জিতে ২ পয়েন্ট নিয়ে তালিকায় সবশেষ অবস্থান বর্তমান চ্যাম্পিয়নদের। তবে এখনও বেঁচে আছে তাদের চ্যাম্পিয়নস ট্রফি খেলার আশা। তাই আজকের ম্যাচে জয়ের বিকল্প কিছু ভাবছে না ইংলিশরা।

অন্যদিকে বিশ্বকাপে দুই ম্যাচ জিতে ইংল্যান্ডের চেয়ে এক ধাপ এগিয়ে নেদারল্যান্ডস। বাংলাদেশকে ৮৭ রানে হারিয়ে আফগানিস্তানের বিপক্ষে ৭ উইকেটে হেরেছে নেদারল্যান্ডস। তবে ইংল্যান্ডকে হারিয়ে চ্যাম্পিয়নস ট্রফির দৌড়ে এগিয়ে থাকতে চাইবে কমলাবাহিনীরা। এমসিএ স্টেডিয়ামের পিচ ব্যাটিং সহায়ক হওয়ায় বাড়তি সুবিধা পাবে ব্যাটাররা।

এখন পর্যন্ত দুই দলের ৬বার দেখা হয়েছে। যেখানে সবকটি ম্যাচ জিতেছে ইংলিশরা। শেষবার তিন ম্যাচের সিরিজে মুখোমুখি হয়েছিল এই দুই দল। যেখানে কোনোরকম পাত্তাই পায়নি ডাচরা। সেই সিরিজের প্রথম ম্যাচে ইংল্যান্ড ৪৯৮ রানের রেকর্ড সংগ্রহ করেছিল। যা ওয়ানডে ইতিহাসে সর্বোচ্চ রান।

ইংল্যান্ড দল দুই পরিবর্তন নিয়ে মাঠে নামবে আজ। মার্ক উড এবং লিভিংস্টোনের জায়গায় দলে জায়গা পেয়েছেন হ্যারি ব্রুক এবং অ্যাটকিংসন। এদিকে ডাচরাও দলে এনেছে এক পরিবর্তন। জুলফিকারের জায়গায় ফিরেছেন তেজা।

ইংল্যান্ড একাদশ: জনি বেয়ারস্টো, ডেভিড মালান, জো রুট, বেন স্টোকস, হ্যারি ব্রুক, জস বাটলার (উইকেটরক্ষক/অধিনায়ক), মঈন আলী, ক্রিস ওকস, ডেভিড উইলি, গাস অ্যাটকিনসন, আদিল রশিদ।

নেদারল্যান্ডস একাদশ: ওয়েসলি বারেসি, ম্যাক্স ওডাউড, কলিন অ্যাকারম্যান, সাইব্র্যান্ড এঙ্গেলব্রেখ্ট, স্কট এডওয়ার্ডস (উইকেটরক্ষক/অধিনায়ক), বাস ডি লিড, তেজা নিদামানুরু, লোগান ভ্যান বেক, রোয়েলফ ভ্যান ডার মেরওয়ে, আরিয়ান দত্ত, পল ভ্যান মিকারেন।

(ঢাকা টাইমস/০৮নভেম্বর/এনবিডব্লিউ)

সংবাদটি শেয়ার করুন

খেলাধুলা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

খেলাধুলা এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :