ফেনীতে ডাকাতের হামলায় প্রাণ গেল গৃহবধূর

ফেনী প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১৪ ডিসেম্বর ২০২৩, ০৮:৪৫

ফেনীর দাগনভূঞায় ডাকাতদের হামলায় মমতাজ বেগম (৫৬) নামের এক গৃহবধূর মৃত্যু হয়েছে। বুধবার রাত ৯টার দিকে দাগনভূঞার বারাহীগুনী গ্রামে ডাকাতির এ ঘটনা ঘটে।

জাান গেছে, নিহতের স্বামী আতাউর রহমান ও বড় সন্তান মেহেদী হাসান তুহিন দীর্ঘদিন ধরে সৌদি আরবে থাকেন। ছেলের বউ পিতার বাড়িতে থাকায় ঘটনার সময় নিহত গৃহবধূ ঘরে একাই ছিলেন।

মমতাজের ছোট ছেলে মাহমদুর হাসান তন্ময় জানান, ঘটনার সময় সে সহপাঠীদের নিয়ে ব্যাডমিন্টন খেলছিল। বড় ভাইয়ের বউ বাপের বাড়িতে থাকায় তার মা একাই ঘরে ছিল।

মাহমদুর হাসান তন্ময় অভিযোগ করেন, পূর্ব পরিকল্পনা অনুযায়ী তাদের বাড়িতে ডাকাতির ঘটনা ঘটানো হয়েছে। ডাকাতদের বাধা দিতে গিয়ে তার মা হামলার শিকার হয়েছে এবং শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে।

খবর পেয়ে পুলিশ ও স্থানীয় লোকজন ওই নারীকে উদ্ধার করে ফেনী সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

দাগনভূঞা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল হাসিম জানান, দুর্বৃত্তদের হামলায় ওই নারীর মৃত্যু হয়েছে। ডাকাতি কিনা সেটি তদন্ত করা হচ্ছে।

(ঢাকাটাইমস/১৪ডিসেম্বর/ইএইচ)

সংবাদটি শেয়ার করুন

সারাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

সারাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :