চাঁদপুরে অবৈধ ইনসুলিন রাখায় ফার্মেসিকে জরিমানা

চাঁদপুর শহরের ছায়াবানী মোড় এলাকায় মিলন ফার্মেসিতে মেয়াদোত্তীর্ণ ওষুধ এবং অবৈধ ইনসুলিন পাওয়ায় ৪০ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
বুধবার দুপুরে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চাঁদপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক নুর হোসেন বাজার তদারকি এই অভিযান চালানো হয়।
তিনি বলেন, শহরের ছায়াবানী মোড়ে বাজার তদারকি অভিযান চালানো হয়। অভিযানে মিলন ফার্মেসিতে প্রচুর পরিমাণ মেয়াদোত্তীর্ণ ওষুধ এবং অবৈধ ইনসুলিন পাওয়ায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ৪০ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়েছে।
অভিযানে সহযোগিতা করেন চাঁদপুর সদর মডেল থানা পুলিশের একটি চৌকস দল। ভোক্তার অধিকার রক্ষায় এই ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান এই কর্মকর্তা।
(ঢাকা টাইমস/০১ফেব্রুয়ারি/প্রতিনিধি/এসএ)

মন্তব্য করুন