অবন্তিকার আত্মহত্যা: ৫ দফা দাবিতে ক্যাম্পাসে মশাল মিছিল

​​​​​​​জবি প্রতিনিধি, ঢাকা টাইমস
 | প্রকাশিত : ১৭ মার্চ ২০২৪, ২২:১৬

শিক্ষক-সহপাঠীকে দায়ী করে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থী ফাইরুজ সাদাফ অবন্তিকার আত্মহত্যার ঘটনায় অভিযুক্তদের স্থায়ী শাস্তিসহ দফা দাবিতে ক্যাম্পাসে মশাল মিছিল করেছে শিক্ষার্থীরা। অপর একটি গ্রুপ পারফর্মিং আর্টস (প্রতীকী নাটক) মোমবাতি প্রজ্বলন করে ধারাবাহিক আন্দোলনের ঘোষণা দিয়েছে।

রবিবার রাত ৮টার পর সাধারণ শিক্ষার্থীর ব্যানারে মশাল মিছিল বের করা হয়।

সময় আন্দোলনরত শিক্ষার্থীদের বিভিন্ন স্লোগান দিতে দেখা গেছে। মিছিল শেষে আন্দোলনরত শিক্ষার্থীরা পাঁচ দফা দাবি পেশ করেন।

দাবিগুলো হলোঅবিলম্বে তদন্ত করে জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে অভিযুক্তদের স্থায়ী বহিষ্কার করতে হবে, অভিযুক্তদের সঙ্গে সংশ্লিষ্ট তৎকালীন প্রক্টরিয়াল বডিকে তদন্ত সাপেক্ষে জবাবদিহিতার আওতায় আনতে হবে। পূর্বে ঘটে যাওয়া সব নিপীড়নের বিচার দ্রুততম সময়ের মধ্যে নিশ্চিত করতে হবে। অতি দ্রুততম সময়ে নিরপেক্ষ যৌন নিপীড়ন দমন সেল গঠন করতে হবে এবং প্রতিটি বিভাগে অভিযোগ বক্স স্থাপন করতে হবে। ছাড়া মনোরোগ বিশেষজ্ঞ নিয়োগ দিতে হবে।

প্রতীকী নাটক প্রদর্শনীতে অংশ নেয়া আন্দোলনরত শিক্ষার্থী সুমাইয়া সোমা বলেন, ‘আমাদের বিগত দাবিগুলো কিছুটা সফল হয়েছে। আমরা এখন ধারাবাহিক আন্দোলন চালিয়ে যাব।

মশাল মিছিলে অংশ নেওয়া তৌফিকুল ইসলাম হৃদয় বলেন, ‘আমরা আমাদের আন্দোলন গতকালকের মতোই সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে করছি। আমাদের দাবি পূরণ না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন চলমান থাকবে।

বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক . জাহাঙ্গীর হোসেন বলেন, ‘শিক্ষার্থীরা শান্তিপূর্ণভাবে আন্দোলন করলে আমাদের সমস্যা নেই। অভিযুক্তদের তো আইনশৃঙ্খলা বাহিনী আটক করেছে। আর স্থায়ী বহিষ্কারের ক্ষেত্রে তো একটা প্রক্রিয়া আছে।

(ঢাকাটাইমস/১৭মার্চ/প্রতিনিধি/পিএস)

সংবাদটি শেয়ার করুন

শিক্ষা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিক্ষা এর সর্বশেষ

ঢাবি বিএনসিসির প্রাক্তনদের হাতপাখা বিতরণ কর্মসূচি

কুবি শিক্ষকের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন 

শনিবার খুলবে স্কুল-কলেজ: শিক্ষা মন্ত্রণালয়

যে কারণে আন্তঃবিশ্ববিদ্যালয় ভলিবল টুর্নামেন্টে অংশ নিচ্ছে না নোবিপ্রবি

ব্যতিক্রমী উদ্যোগ: শিক্ষার্থীদের জন্য শরবতের আয়োজন ঢাবি অধ্যাপকের

জাতীয় বিশ্ববিদ্যালয়ের নতুন পরীক্ষা নিয়ন্ত্রক মেজবাহ্ উদ্দিন

বিশ্ববিদ্যালয় প্রশাসনের সিদ্ধান্ত প্রত্যাখ্যান কুবি শিক্ষার্থীদের

পরবর্তী নির্দেশনা না আসা পর্যন্ত বন্ধ কুমিল্লা বিশ্ববিদ্যালয়

প্রতি বছর ফিলিস্তিনের ২০ শিক্ষার্থীকে বৃত্তি দেবে ঢাকা বিশ্ববিদ্যালয়

পরীক্ষায় বসতে রাজি বুয়েট শিক্ষার্থীরা

এই বিভাগের সব খবর

শিরোনাম :