রাজধানীতে সড়ক দুর্ঘটনায় ২ জন নিহত

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
 | প্রকাশিত : ২৫ মার্চ ২০২৪, ১১:৩৬
ছবি প্রতীকী

রাজধানীর শেরেবাংলা নগরে মানিক মিয়া অ্যাভিনিউয়ে রাস্তা পার হওয়ার সময় সোহরাব হোসেন (৫০) নামে এক ব্যক্তি ট্রাকের ধাক্কায় নিহত হয়েছেন। অপরদিকে যাত্রাবাড়ী ফ্লাইওভারে বাসের ধাক্কায় নিহত হয়েছেন অজ্ঞাতনামা এক ব্যক্তি (৪০)। দুটি মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

নিহত সোহরাব হোসেন পেশায় ফুচকা ব‍্যবসায়ী ছিলেন। রবিবার রাত পৌনে ১০টার দিকে দুর্ঘটনার শিকার হন তিনি। পরে শাহজাহান মিয়া নামে পার্শ্ববর্তী এক দোকানদারসহ কয়েকজন তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে চিকিৎসক রাত পৌনে ১২টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।

শাহজাহান মিয়া জানান, নিহত সোহরাব সংসদ ভবন এলাকায় ফুসকা বিক্রি করতেন। রাতে মানিক মিয়া অ্যাভিনিউয়ে রাস্তা পার হওয়ার সময় দ্রুতগতির একটি ট্রাক তাকে ধাক্কা দিয়ে চলে যায়।

শাহজাহান মিয়া আরও বলেন, “তার (সোহরাব) গ্রামের বাড়ি ময়মনসিংহ জেলার গফরগাঁও উপজেলার শেখবাজার গ্রামে। মিরপুর-১১তে ভাড়া বাসায় স্ত্রী-সন্তান নিয়ে থাকতেন তিনি।

ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. বাচ্চু মিয়া বলেন, “মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে।”

অপরদিকে যাত্রাবাড়ীতে হানিফ ফ্লাইওভারের ওপর একটি যাত্রীবাহী বাসের ধাক্কায় ৪০ বছর বয়সী অজ্ঞাতনামা এক ব্যক্তি নিহত হয়েছেন।

রবিবার রাত সাড়ে আটটার দিকে এ দুর্ঘটনায় ঘটনাস্থলেই মারা যান তিনি। পরে যাত্রাবাড়ী থানা পুলিশ ময়নাতদন্তের জন্য মরদেহ রাত ১১টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।

যাত্রাবাড়ী থানার উপ-পরিদর্শক (এসআই ) আব্দুল খালেক বলেন, “আমরা খবর পেয়ে যাত্রাবাড়ী হানিফ ফ্লাইওভারের ওপর যাই। পরে মরদেহ উদ্ধার করে আইনি প্রক্রিয়া শেষে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।”

তিনি আরও বলেন, “মরদেহ মর্গে পৌঁছানো পর্যন্ত তার পরিচয় জানতে পারিনি। আমরা সিআইডির ক্রাইম সিনকে খবর দিয়েছি। ফিঙ্গার প্রিন্টের মাধ্যমে হয়তো তার পরিচয় জানা যেতে পারে।”

(ঢাকাটাইমস/২৫মার্চ/এএম/এফএ)

সংবাদটি শেয়ার করুন

রাজধানী বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

রাজধানী এর সর্বশেষ

খালে বর্জ্য ফেললে আইনি ব্যবস্থা: মেয়র আতিক

ড্রেনের মধ্যে বোতল-চিপসের প্যাকেট: নাগরিকদের সচেতন হতে বললেন তথ্য প্রতিমন্ত্রী

সবাইকে টিকার আওতায় আনতে কার্যক্রম জোরদার করবে ডিএনসিসি

২০১৯-এর তুলনায় ২০২৩ সালে ঢাকায় ডেঙ্গু রোগী ৪২ হাজার কম ছিল: মেয়র তাপস

রাজধানীতে ২৪ ঘণ্টায় ২৭ মাদকসেবী ও বিক্রেতা গ্রেপ্তার

ডেমরায় কিশোর গ্যাং প্রতিরোধে র‌্যালি ও লিফলেট বিতরণ

‘গেটলক’ সিস্টেম না মানলে বাসের বিরুদ্ধে ব্যবস্থা: ডিএমপি কমিশনার

‘সানভীস বাই তনি’র বিরুদ্ধে প্রতারণার অভিযোগ, শোরুম সিলগালা

রাজধানীতে ট্রেনের ধাক্কায় সদ্য এসএসসি পাস শিক্ষার্থীর মৃত্যু

ঢামেক হাসপাতালে অপারেশন থিয়েটারের সামনে এসির কম্প্রেসর!

এই বিভাগের সব খবর

শিরোনাম :