শুরু হচ্ছে বেঙ্গল প্রো টি-টোয়েন্টি লিগের লোগো উন্মোচন

ক্রীড়া ডেস্ক, ঢাকা টাইমস
 | প্রকাশিত : ১২ এপ্রিল ২০২৪, ১৯:১৯

ভারতের মাটিতে শুরু হচ্ছে বেঙ্গল প্রো টি-টোয়েন্টি বা বিপিএল। টুর্নামেন্টটি মাঠে গড়ানোর তারিখ আনুষ্ঠানিকভাবে জানিয়েছে ‘সিএবি’।

ভারতীয় গণমাধ্যম জানিয়েছে, মঙ্গলবার (৯ এপ্রিল) টুর্নামেন্টটি মাঠে গড়ানোর তারিখ ও লোগো উন্মোচন করেন সিএবির প্রেসিডেন্ট স্নেহাশিস গাঙ্গুলি। তিনি জানিয়েছেন, চলতি বছরের জুনের ১২ তারিখ থেকে মাঠে গড়াবে টুর্নামেন্টটি।

স্নেহাশিস গাঙ্গুলি বলেন, বেশির ভাগ ফ্র্যাঞ্চাইজির সঙ্গেই পাকা কথা হয়ে গিয়েছে। এবার এক দু’টি ফ্র্যাঞ্চাইজি আছে যাদের সঙ্গে পাকা কথা শেষ হয়নি। আশা করছি, আগামী ১৫ দিনের মধ্যেই সরকারিভাবে ঘোষণা করে দেয়া হবে আটটি দলের নাম।

তিন কোটি টাকা দিয়ে প্রতিটি ফ্র্যাঞ্চাইজি দল কিনবে। ক্রিকেটারদের পারিশ্রমিকও দেবে দলগুলোই। ড্রাফ্টিংয়ের সাহায্য ক্রিকেটার নেবে আটটি দল। স্নেহাশিস বলেন, আইপিএলের পরে দেশে এত বড় প্রতিযোগিতা হয়নি।

(ঢাকাটাইমস/১২এপ্রিল/এজে)

সংবাদটি শেয়ার করুন

খেলাধুলা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :