গুম হওয়াদের ফিরে পাওয়ার দাবিতে যমুনার সামনে অবস্থান
বিগত সরকারের আমলে গুম হওয়া পরিবারের সদস্য ও স্বজনদের ফিরিয়ে দেওয়ার দাবিতে সড়ক অবরোধ করে অবস্থান নিয়েছেন তাদের পরিবারের সদস্যরা। সরকারের কাছে নিখোঁজ হওয়া ব্যক্তিদের স্বজনদের দাবি, গুম হওয়া স্বজনদের জীবিত অথবা মৃত যেমনি হোক তারা সন্ধান চান।
মঙ্গলবার অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা নোবেলজয়ী অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সরকারি বাসভবন যমুনার সামনে তাদের এ বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি করতে দেখা যায়।
এসময় তারা 'আয়না ঘর, আয়না ঘর, খুলে দাও, খুলে দাও'; 'মুক্তি চাই, মুক্তি চাই, গুম স্বজনদের মুক্তি চাই'; 'আমাদের দাবি, আমাদের দাবি, মানতে হবে, মানতে হবে'সহ বিভিন্ন স্লোগান দেন।
পুত্র সাইফুল ইসলামকে ফিরে পাওয়ার দাবিতে এসেছেন মা শাহেরা খাতুন। তিনি বলেন, আমার ছেলে একটা প্রাইভেটকার চালাতো। ২০১৩ সালের ১০ ফেব্রুয়ারি সে নিখোঁজ হয়ে যায়। কি কারণে নিখোঁজ হয়েছে সেটাও জানি না। নিখোঁজ হওয়ার পরে কদমতলী থানায় একটা জিডিও করেছিলাম। প্রথমে থানা থেকে জিডিও নেওয়া হচ্ছিল না। তারপর অনেক কষ্টের পর জিডি করি কিন্তু এতদিন পার হয়ে গেলেও এখনো ছেলের খোঁজ পাইনি।
নিখোঁজ হওয়া স্বামী মো. মোহনকে ফিরে পেতে চান শাহনাজ। তিনি বলেন, আমার স্বামী গার্মেন্টস ব্যবসা করতো। ২০১৮ সালের জুন মাসের ১০ তারিখ থেকে সে নিখোঁজ। আমাদের সন্তানরা এখনো কাঁদে তাদের বাবার জন্য। তারা এখনও বাবাকে ফিরে পাওয়ার আশায় আছে। আমাদের অন্যকোনো দাবি নেই। দাবি একটাই তা হলো আমরা আমাদের স্বজনদের ফিরে পেতে চাই।
(ঢাকাটাইমস/১৩আগস্ট/এমআই/এমআর)