চলমান টেস্ট চ্যাম্পিয়নশিপে মিরাজ ছাড়া যে কীর্তিতে আর কেউ নেই

বাংলাদেশ ক্রিকেটে বর্তামানে অন্যতম ভরসার নাম মেহেদী হাসান মিরাজ। বল হাতে প্রতিপক্ষের ব্যাটারদের কাঁপন ধরিয়ে দেওয়ার পাশাপাশি ব্যাট হাতেও ঘাম ছুটান এই অলরাউন্ডার। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে চলমান টেস্টেও দেখা যাচ্ছে মিরাজ জাদু।
চলমান এই টেস্টে বাংলাদেশ যখন ইনিংস হারের শঙ্কায় পড়েছিল তখন জাকের আলী অনিককে নিয়ে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দাঁড়িয়ে যান মিরাজ। ইনিংস হার এড়িয়ে দলকে এনে দেন লিড। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে এই টেস্টে আজ বুধবার (২৩ অক্টোবর) মিরাজ স্পর্শ করেছেন দারুণ এক অর্জন। আপাতত যে অর্জন নেই বাংলাদেশ তো বটেই, বিশ্বের আর কোনো ক্রিকেটারের।
বাংলাদেশি এই অলরাউন্ডার কীর্তি গড়েছেন বিশ্ব টেস্ট চ্যাম্পিয়শিপের বর্তমান ২০২৩-২৫ চক্রে। যে কীর্তিতে বিশ্বক্রিকেটে এখন পর্যন্ত মিরাজ একমাত্র ক্রিকেটার। চলমান টেস্ট চক্রে ৫০০ রানের পাশাপাশি ৩০ এর বেশি উইকেট পেয়েছেন।
২০১৯ সাল থেকে শুরু হওয়া বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে এখন পর্যন্ত সর্বনিম্ন ৫০০ রান ও ৩০ উইকেট পাওয়ার কীর্তি ছিল তিনজনের। সেই তালিকায় এবার মিরাজও যুক্ত হলেন। ২০১৯-২১ চক্রে ১৩৩৪ রানের পাশাপাশি ৩৪ উইকেট শিকার করেছিলেন ইংল্যান্ডের টেস্ট অধিনায়ক বেন স্টোকস। ২০২১-২৩ চক্রে ভারতীয় তারকা রবীন্দ্র জাদেজা ৭২১ রান ও ৪৭ উইকেট নিয়েছেন। টেস্ট চ্যাম্পিয়নশিপের একই চক্রে একই কীর্তি গড়েন স্টোকসও। জাদেজার পর তিনি ৯৭১ রানের পাশাপাশি নেন ৩০ উইকেট। এবার মিরাজ চলমান চক্রে যুক্ত হলেন ৫১২ রান এবং ৩৪ নেওয়ার উইকেট নিয়ে।
স্বাভাবিকভাবেই চলমান টেস্ট চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের সর্বোচ্চ রানসংগ্রাহক এবং উইকেটশিকারি মিরাজ। রান সংগ্রহে তার পরই অবস্থান মুমিনুল হকের। বাঁ-হাতি সাবেক এই টাইগার অধিনায়ক চলমান চক্রে ৪৭৮ রান করেছেন। এ ছাড়া মুশফিকুর রহিম ৪৫২ এবং নাজমুল হোসেন শান্ত করেছেন ৪৩৮ রান। এদিকে, বল হাতে চলমান টেস্ট চক্রে মিরাজের পর অবস্থান তাইজুল ইসলাম (২৪) ও হাসান মাহমুদের (২৩)।
সবমিলিয়ে চলমান বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে সর্বোচ্চ রানসংগ্রাহক (এখন পর্যন্ত) ইংলিশ তারকা জো রুট। দুর্দান্ত ফর্মে থাকা এই ব্যাটারের বর্তমান চক্রে রান ১৭১২। তার ধারেকাছে নেই আর কেউ। এরপর যথাক্রমে আছেন ভারতের যশস্বী জয়সওয়াল (১২৬৫) ও ইংল্যান্ডের বেন ডাকেট (১২২৬)। এ ছাড়া সর্বোচ্চ উইকেট নিয়েছেন ভারতীয় অফস্পিনার রবিচন্দ্রন অশ্বিন (৫৪)। এর বাইরে অস্ট্রেলিয়ান পেসার জশ হ্যাজলউড ৫১ এবং তার দুই সতীর্থ প্যাট কামিন্স ও মিচেল স্টার্ক সমান ৪৮টি করে উইকেট নিয়েছেন।
(ঢাকাটাইমস/২৩ অক্টোবর/এনবিডব্লিউ)

মন্তব্য করুন