এল ক্লাসিকোর আগে জোড়া দুঃসংবাদ রিয়াল মাদ্রিদ শিবিরে

আগামী শনিবার লা লিগায় চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনার বিপক্ষে এল ক্লাসিকোতে মুখোমুখি হবে রিয়াল মাদ্রিদ।এল ক্লাসিকোতে নামার আগে গতকাল রোমাঞ্চকর এক ম্যাচ উপহার দিয়েছে রিয়াল মাদ্রিদ। বরুশিয়া ডর্টমুন্ডের বিপক্ষে প্রথমার্ধে ২-০ গোলে পিছিয়ে পড়া লস ব্লাঙ্কোরা দ্বিতীয়ার্ধে ডর্টমুন্ডের জালে বল পাঠিয়েছে গুণে গুণে পাঁচবার।
ভিনিসিউসের হ্যাটট্রিকে জয় নিশ্চিত করে আসন্ন এল ক্লাসিকোর আগে চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনাকে কঠিন একটা বার্তাও দিয়ে রেখেছে রিয়াল। তবে ফুলের মধ্যে কাঁটা হয়ে এসেছে জোড়া চোট সমস্যা।
গতকাল মঙ্গলবার (২২ অক্টোবর) চ্যাম্পিয়ন্স লিগে বরুশিয়া ডর্টমুন্ডকে ৫-২ গোলে হারানোর দিনে চোটের কবলে পড়েছেন রিয়ালের গোলরক্ষক থিবো কর্তোয়া। রিয়াল মাদ্রিদ আনুষ্ঠানিকভাবে কর্তোয়ার চোটের বিষয়টি নিশ্চিত করেছে। মাত্র দিনকয়েক আগে চোট কাটিয়ে মাঠে ফেরা বেলজিয়ান এই গোলরক্ষক এবার পেশিতে চোট পেয়েছেন।
রিয়াল মাদ্রিদ এক বিবৃতিতে জানিয়েছে, 'রিয়াল মাদ্রিদের মেডিকেল সার্ভিসের পরীক্ষানিরীক্ষায় থিবো কর্তোয়ার বা পায়ের অ্যাবডাক্টার পেশিতে চোটের বিষয়ে নিশ্চিত হওয়া গেছে।'
আন্তর্জাতিক বিরতিতে যাওয়ার আগে অ্যাতলেটিকো মাদ্রিদের বিপক্ষে মাদ্রিদ ডার্বিতে চোট পেয়ে ছিটকে গিয়েছিলেন কর্তোয়া। এরপর গত সপ্তাহে সেল্টা ভিগোর বিপক্ষে ম্যাচ দিয়ে মাঠে ফেরেন তিনি। নতুন এই ইনজুরির কারণে তাকে দুই-তিন সপ্তাহের জন্য ফের মাঠের বাইরে কাটাতে হতে বলে জানা গেছে মারিও কর্তেগানার প্রতিবেদনে। যার মানে দাঁড়াচ্ছে, আগামী শনিবার (২৬ অক্টোবর) মৌসুমের প্রথম এল ক্লাসিকোয় খেলা হচ্ছে না কর্তোয়ার। যা রিয়াল মাদ্রিদের জন্য বড় ধাক্কা।
কর্তোয়ার জায়গায় বার্সেলোনার বিপক্ষে ম্যাচে আন্দ্রে লুনিন গোলবার সামলাবেন। রিয়ালের জন্য দুঃসংবাদ আছে আরও। এই ম্যাচে ব্রাজিলিয়ান তারকা রদ্রিগোকেও পাচ্ছে না রিয়াল। ডর্টমুন্ডের বিপক্ষে হ্যামস্ট্রিংয়ের চোট পেয়েছেন এই উইঙ্গারও।
এছাড়া বার্সেলোনার বিপক্ষে মৌসুমের প্রথম এল ক্লাসিকোয় মাঠের বাইরে থাকছেন ডাভিড আলাবা এবং দানি কার্ভাহালও।
(ঢাকাটাইমস/২৩ অক্টোবর/এনবিডব্লিউ)

মন্তব্য করুন