এল ক্লাসিকোতে আজ রাতে মুখোমুখি হচ্ছে রিয়াল মাদ্রিদ-বার্সেলোনা

ক্রীড়া ডেস্ক, ঢাকা টাইম
  প্রকাশিত : ২৬ অক্টোবর ২০২৪, ১২:১৫
অ- অ+

আন্তর্জাতিক ফুটবল ম্যাচ নিয়ে যেমন ভক্তদের আগ্রহ থাকে তুঙ্গে, তেমনি ক্লাব ফুটবলও থাকে আলোচনার শীর্ষে। বছরজুড়ে নিজের পছন্দের ক্লাবকে নিয়ে মেতে থাকেন ফুটবলপ্রেমীরা। কিছু কিছু ক্লাবের লড়াই দেখতে অপেক্ষায় থাকে পুরো ফুটবলবিশ্ব। চিরপ্রতিদ্বন্দ্বী দুই স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনার এল ক্লাসিকো তেমনই এক লড়াই।

সময়ের পরিক্রমায় চরিত্রগুলো পাল্টায়, কিন্তু এল ক্লাসিকোর উত্তেজনা, রোমাঞ্চ ও ঝাঁজ থাকে সব সময় অভিন্ন। মাঠের লড়াইয়ে কেউ কাউকে দিতে চায় না বিন্দুমাত্র ছাড়। এবার আরও একটি এল ক্লাসিকো উপভোগ করবেন ফুটবলপ্রেমীরা।

আজ (শনিবার) সান্তিয়াগো বার্নাব্যুতে এল ক্লাসিকোতে মুখোমুখি হবে বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদ। মাদ্রিদের সান্টিয়াগো বার্নাব্যু স্টেডিয়ামে খেলা শুরু বাংলাদেশ সময় রাত ১টায়। যা নিয়ে দর্শকদের মধ্যে টিকিট নিয়ে কাড়াকাড়ি পড়ে গেছে। এর মধ্যে স্থানীয় সময় শুক্রবার সকাল পর্যন্ত ১০ লাখের বেশি দর্শক অনলাইনে টিকিট কেনার জন্য লাইন দিয়েছেন বলে জানা গেছে। এবারের এল ক্লাসিকো দেখার জন্য সর্বনিম্ন খরচ পড়বে ১৩০ ইউরো, বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ১৭ হাজার টাকা। তবে এমন চড়া দামের পরও চাহিদা নাকি অনেক বেশি।

এল ক্লাসিকোকে সামনে রেখে এরমধ্যেই দু’পক্ষের খেলোয়াড়দের মধ্যে হয়ে গেছে বাকযুদ্ধ। লামিন ইয়ামাল তো রিয়ালের খেলোয়াড়দের হুমকি দিয়ে রেখেছেন, সেরা দল হিসেবে বার্সাই জিতবে। বার্সার রাফিনহা ও রিয়ালের ভিনিসিউস জুনিয়র দু’জনই শেষ ম্যাচে করেছেন হ্যাটট্রিক।

সেভিয়া এবং বায়ার্নের বিপক্ষে সর্বমোট ৯ গোল করে বার্সা যেন উড়ছে। এল ক্লাসিকো সামনে রেখে ইয়ামাল বলেন, ‘এই ম্যাচের আগে আমরা নিজেদের নিয়ে আত্মবিশ্বাসী। আমরা মনে করি আমরাই বিশ্বের সেরা দল, এবং আমরা সেটাই প্রমাণ করছি। আমরা পুরো শক্তি দিয়ে খেলব এবং সেরা দলই জিতবে। বায়ার্নকে বড় ব্যবধানে হারিয়ে আমরা যে অসাধারণ দল সেটা প্রমাণ করেছি।’

রিয়াল মাদ্রিদের ব্রাজিলিয়ান ফরোয়ার্ড ভিনিসিয়ুস জুনিয়র রয়েছেন তুখোড় ফর্মে। শেষ ম্যাচে শক্তিশালী বরুশিয়া ডর্টমুন্ড তার জাদুর কাছেই হেরেছে। প্রথমার্ধে ২-০ গোলে এগিয়ে ছিল ডর্টমুন্ডই। তবে এল ক্লাসিকোর আগে রিয়ালের জন্য দুঃসংবাদ হয়ে এসেছে ব্রাজিলিয়ান ফরোয়ার্ড রদ্রিগো গোয়েসের চোট। এমনকি চোটের কারণে প্রধান গোলরক্ষক থিবো কোর্তোয়াকেও পাচ্ছে না তারা। তবে ম্যাচটি তাদের ঘরের মাঠ এস্তাদিও সান্তিয়াগো বার্নাব্যুতে ।

রিয়ালের শক্তির তেমন ঘাটতি নাও পড়তে পারে। জুড বেলিংহ্যামের সঙ্গে থাকবেন ভিনিসিয়ুস ও কিলিয়ান এমবাপ্পে। এ ছাড়া মিডফিল্ডে হয়তো জায়গা বদল হতে পারে এদুয়ার্দো কামাভিঙ্গা কিংবা অঁরেলিয়ে চুয়ামেনিদের। যদিও এমবাপ্পে সাম্প্রতিক এক যৌন নির্যাতনের অভিযোগে নাকাল, তবুও মাঠে তিনি আলো ছড়িয়ে সব বিতর্ক পেছনে ফেলার চেষ্টা করবেন।

এদিকে বায়ার্ন মিউনিখের বিপক্ষে হ্যাটট্রিক করে জয়ের নায়ক রাফিনহা বলেন, ‘আপনি নিশ্চয় বুঝতে পারছেন বার্সেলোনা-রিয়াল মাদ্রিদ কী চমৎকার একটা ম্যাচ অপেক্ষা করছে। এল ক্লাসিকো বিশ্বের অন্যতম সেরা দ্বৈরথ। আমরা চাই ওখান থেকে একটা জয় নিয়ে আসতে।’

লা লিগায় বার্সা-রিয়াল এখন পর্যন্ত মুখোমুখি হয়েছে ১৮৭ বার। এরমধ্যে ৭৮ বার জিতেছে রিয়াল মাদ্রিদ। বার্সেলোনার জয় ৭৪টি। ড্র হয়েছে ৩৫ বার। তবে সব প্রতিযোগিতা মিলিয়ে বার্সা এগিয়ে। ২৯৮ সাক্ষাতে তারা জিতেছে ১২৪ ম্যাচ, রিয়াল ১১০। বাকি ৬৪ ম্যাচ হয়েছে ড্র। শেষবার এই দুই দল মুখোমুখি হয়েছে চলতি বছরের ৮ই আগস্ট। ক্লাব ফ্রেন্ডলি ম্যাচটিতে পাও ভিক্টরের জোড়া গোলে ২-১ গোলে জয় পায় বার্সেলোনা। (ঢাকাটাইমস/২৪ অক্টোবর/এনবিডব্লিউ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
গাজীপুরে হাসনাত আব্দুল্লাহর গাড়িতে হামলা, আটক ২ 
পল্লবীতে বিশেষ অভিযানে পেশাদার ছিনতাইকারীসহ ২৬ জন গ্রেপ্তার
হাসনাত আব্দুল্লাহর ওপর হামলার প্রতিবাদে বাংলামোটরে এনসিপির বিক্ষোভ
দীর্ঘস্থায়ী রোহিঙ্গা সংকট অঞ্চলকে অস্থিতিশীল করতে পারে: পররাষ্ট্র উপদেষ্টা
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা