এল ক্লাসিকোর আগে কথার লড়াই বার্সা-রিয়াল কোচের 

ক্রীড়া ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৬ অক্টোবর ২০২৪, ১৫:০৬
অ- অ+

চিরপ্রতিদ্বন্দ্বী দুই স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনার এল ক্লাসিকো দেখতে মুখিয়ে থাকেন ফুটবলপ্রেমীরা। সময়ের পরিক্রমায় চরিত্রগুলো পাল্টায়, কিন্তু এল ক্লাসিকোর উত্তেজনা, রোমাঞ্চ ও ঝাঁজ থাকে সব সময় অভিন্ন। মাঠের লড়াইয়ে কেউ কাউকে দিতে চায় না বিন্দুমাত্র ছাড়। এবার আরও একটি এল ক্লাসিকো উপভোগ করবেন ফুটবলপ্রেমীরা।

আজ (শনিবার) সান্তিয়াগো বার্নাব্যুতে এল ক্লাসিকোতে মুখোমুখি হবে বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদ। মাদ্রিদের সান্টিয়াগো বার্নাব্যু স্টেডিয়ামে খেলা শুরু বাংলাদেশ সময় রাত ১টায়

গেল কয়েকবছর ধরেই ক্রিস্টিয়ানো রোনালদো আর লিওনেল মেসির প্রস্থানের জৈলুস হারানো এল ক্ল্যাসিকোর, এবার যেন ভরা যৌবন। শুধু পয়েন্ট টেবিলের হাড্ডাড্ডি লড়াই-ই নয়, খেলার মান কিংবা ফ্লিকের হাত ধরে বার্সাার উত্থানও যার নেপথ্যের অনুঘটক।

রিয়াল মাদ্রিদ, আনচেলত্তির হাত ধরে অপ্রতিরোধ্য। সবশেষ ম্যাচেই ভিনির হ্যাটট্রিকের চাইতেও আলোচনায় ডর্টমুন্ডের বিপক্ষে সেকেন্ড হাফের অবিশ্বাস্য কামব্যাক। তবে সেখানে কারভাহাল, আলাবা, রদ্রিগোর ইনজুরিতে কিছুটা অস্বস্তিতে রিয়াল।

লা লিগায় টানা ৪২ ম্যাচ অপরাজিত রিয়াল। জিতেছে শেষ চার এল ক্ল্যাসিকোর সবগুলোতেই। আনচেলত্তির চিরচেনা ৪-৩-৩ ফর্মেশন, তবুও ঝাঁঝালো। বিগ ম্যাচের আগে শিষ্যদের করলেন সতর্ক।

ম্যাচ নিয়ে সংবাদ সম্মেলনে আনচেলত্তি বলেন, ‘সত্যি বলতে বার্সেলোনা সাম্প্রতিক সময়ে খুবই ভালো খেলছে। এল ক্ল্যাসিকোতে এক দলকে বেছে নেয়াটা কঠিন। তবে আমরা শুধু আমাদের কাজটা করতে চাই। এ ম্যাচের ফলাফল লিগ জয়ে অনেক প্রভাব ফেলতে পারে। তাই স্রেফ জিততে চাই।’

অন্যদিকে হ্যান্সি ফ্লিকের হাত ধরে নিজেদের প্রত্যাবর্তনের ঘোষণা দেয়া বার্সেলোনা, চ্যাম্পিয়ন্স লিগের পর আধিপত্য ধরে রেখেছে লা লিগাতেও। গেলে কয়েক বছর সবচাইতে ধুঁকতে থাকা আক্রমণ ভাগের দায়িত্বও নিজেদের কাঁধে তুলে নিয়েছেন রাফিনিয়া, লেভানদোভস্কি, ইয়ামাল ও পেদ্রিরা।

জার্মান মাস্টার মাইন্ডের জন্য স্বস্তির খবর আছে আরও। বিগ ক্লাসের আগে রোনাল্ড আরাউহো, আন্দ্রেস ক্রিস্টিয়ান, ফেরান তোরেস আর মার্ক বার্নাল। চার জনই ফুলফিট। তবুও প্রশ্ন রিয়ালকে মোকাবেলায় কতটুকু প্রস্তুত কাতালানরা?

হ্যান্সি ফ্লিক বলেন, ‘দেখুন পরিসংখ্যান নিয়ে আমি ভাবি না। যেটা সবচাইতে জরুরি তা হলো দলকে প্রস্তুত করা। আমার হাতে দুর্দান্ত একটা স্কোয়াড আছে, যারা জানে কিভাবে জিততে হয়। এল ক্ল্যাসিকো বিগ ম্যাচ, তবে আমাদের কাছে এটা স্রেফ আর পাঁচটা ম্যাচের মতোই। ছেলেরা কোনো চাপই নিচ্ছে না।’

এল ক্ল্যাসিকোতে এর আগে দু'দলের ৩০০ দেখায় বার্সার ১২৫ জয়ের বিপরীতে ১১১ ম্যাচ জিতেছে রিয়াল। মাদ্রিদের ৪৮৯ গোলের বিপরীতে কাতালানরা গোল করেছে ৫২৫টি।

(ঢাকাটাইমস/২৪ অক্টোবর/এনবিডব্লিউ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
গাজীপুরে হাসনাত আব্দুল্লাহর গাড়িতে হামলা, আটক ২ 
পল্লবীতে বিশেষ অভিযানে পেশাদার ছিনতাইকারীসহ ২৬ জন গ্রেপ্তার
হাসনাত আব্দুল্লাহর ওপর হামলার প্রতিবাদে বাংলামোটরে এনসিপির বিক্ষোভ
দীর্ঘস্থায়ী রোহিঙ্গা সংকট অঞ্চলকে অস্থিতিশীল করতে পারে: পররাষ্ট্র উপদেষ্টা
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা