ফ্রান্সে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
ফ্রান্সে কেক কেটে জাতীয়তাবাদী যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে। বুধবার এ উপলক্ষে প্যারিসের ক্যাথসীমায় ধানসিঁড়ি রেস্টুরেন্টে এক আলোচনা সভার আয়োজন করা হয়।
সভায় বক্তব্য দেন- যুবদল নেতা মির্জা খালিদ, মোহাঃ এনামুল হক, ইয়াসিন আহমদ, আরাফাত তালুকদার, জুনেদ আহমদ জিসান, আব্দুল জলিল, শেখ জুনেদ আহমদ, ময়নুল হক, ফখরুল ইসলাম, হাসান আহমদ, শাকিল আহমদ, দেলোয়ার আহমদ প্রমুখ।
এসময় বক্তারা বলেন, লড়াই সংগ্রামে অর্জিত বিজয়কে সংহত করতে না পারলে আবারও নব্য ফ্যাসিবাদ হাজির হবে। তাই যুবদলের সবাইকে নিজ নিজ অবস্থান থেকে সন্ত্রাস, চাঁদাবাজি রুখে দিতে হবে। যুবদল সমস্ত অন্যায় সন্ত্রাস প্রতিহত করবে, কোনো প্রকার বিশৃঙ্খলাকে প্রশ্রয় দেবে না। আওয়ামী দুঃশাসনের সকল মিথ্যা মামলা ও দুর্নীতির বিচার বাংলার মাটিতে হবে।
(ঢাকা টাইমস/০২নভেম্বর/এসএ)
মন্তব্য করুন