এবার সাতক্ষীরায় মসজিদের বোর্ডে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’

নিজস্ব প্রতিবেদক, সাতক্ষীরা
  প্রকাশিত : ০৭ জানুয়ারি ২০২৫, ১০:০৫
অ- অ+

পতনের পর থেকে নানাভাবে ফেরার বার্তা দিচ্ছে আওয়ামী লীগ। সেই ধারাবাহিকতায় এবার সাতক্ষীরার কলারোয়া উপজেলার ইউরেকা কমপ্লেক্স জামে মসজিদের ডিজিটাল বোর্ডে ভেসে উঠল ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’।

সোমবার মাগরিবের নামাজের পর এ ঘটনা ঘটে। এতে মুসল্লিদের মাঝে উত্তেজনা ছড়িয়ে পড়েছে।

প্রত্যক্ষদর্শী মুসল্লিদের বরাত দিয়ে জানা গেছে, মসজিদের ডিজিটাল বোর্ডে হঠাৎ ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু BD 71 Hacker’ বার্তাটি ভেসে ওঠে। বিষয়টি দেখার পর মুসল্লিদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়।

মসজিদের ইমাম জানান, মাগরিবের নামাজের পর প্রথমবার এই বার্তাটি চোখে পড়ে। তিনি বলেন, ‘বোর্ডটি হ্যাকিংয়ের মাধ্যমে পরিবর্তন করা হয়েছে। আমরা তাৎক্ষণিকভাবে এটি মেরামতের চেষ্টা করছি। এর আগে বোর্ডে শুধু মসজিদের নাম প্রদর্শিত হতো।’

ঘটনার বিষয়ে জানতে চাইলে কলারোয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামসুল আরেফিন বলেন, ‘ঘটনাটি জানার পর পুলিশ ঘটনাস্থলে পাঠানো হয়েছে। আমরা বিষয়টি গুরুত্ব সহকারে তদন্ত করছি।’

এদিকে, স্থানীয় বাসিন্দারা এ ধরণের কর্মকাণ্ডের জন্য দায়ীদের দ্রুত খুঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। ঘটনাটি মসজিদ কমিটির পাশাপাশি স্থানীয় প্রশাসনের নজরে এসেছে এবং বিষয়টির যথাযথ সমাধানের আশ্বাস দেওয়া হয়েছে।

(ঢাকাটাইমস/৭জানুয়ারি/এজে)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
এপ্রিলের ২৯ দিনে রেমিট্যান্স এসেছে ২৬০ কোটি ৭৬ লাখ ডলার
নির্ধারিত সময়ের দুই মাস আগেই সব দেনা পরিশোধ করল পেট্রোবাংলা
ব্যবসায়িক পরিবেশ উন্নত করার জন্য যথাসাধ্য চেষ্টা করব: অর্থ উপদেষ্টা
উপদেষ্টাদের সঙ্গে পুলিশের মতবিনিময়, বিভিন্ন প্রস্তাব বাস্তবায়নের আশ্বাস
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা