নোয়াখালীতে বাসচাপায় নিহত ১

নোয়াখালী প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০৯ জানুয়ারি ২০২৫, ১৫:৩২| আপডেট : ০৯ জানুয়ারি ২০২৫, ১৬:১৮
অ- অ+

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার বসুরহাট পৌর এলাকায় যাত্রীবাহী বাসচাপায় মো. মাঈন উদ্দিন (৫০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। ঘটনার পর বাসটি আটক করে পুলিশে দিয়েছে স্থানীয়রা।

বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টার দিকে বসুরহাট-কবিরহাট সড়কের করালিয়া সবজির আড়তের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত মাঈন উদ্দিন উপজেলার চরকাঁকড়া ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের মজিবুল হকের ছেলে।

স্থানীয়রা জানান, সকালে বসুরহাট বাজার থেকে কবিরহাটের উদ্দেশ্যে ছেড়ে যায় একটি যাত্রীবাহী বাস। বাসটি করালিয়া এলাকার সবজি আড়তের সামনে পৌঁছালে আড়ত থেকে পেঁয়াজের বস্তা মাথায় নিয়ে বের হয়ে আসা মাঈন উদ্দিনকে চাপা দিলে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গাজী মোহাম্মদ ফজলুল আজিম বলেন, স্থানীয় লোকজনের সহযোগিতায় বাসটি জব্দ করা হয়েছে। নিহতের পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ পেলে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।

(ঢাকা টাইমস/৯জানুয়ারি/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
আসলেই কি আ.লীগ নিষিদ্ধ হবে নাকি নিষিদ্ধের ধোঁয়া তুলে রাজনীতি হবে?
চট্টগ্রামে সহপাঠীতে হাতে খুন হলো খুদে ক্রিকেটার রাহাত
চট্টগ্রামে পাহাড় ধসে দুই শিশুর মৃত্যু 
বিকৃত যৌনাচারের অভিযোগে বসুন্ধরা থেকে ২ নারী গ্রেপ্তার
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা