খুলনাকে হারিয়ে টানা দ্বিতীয় জয় সিলেটের

চলতি বিপিএলে টানা তিন ম্যাচে হারলেও এবার ঘুরে দাঁড়িয়েছে সিলেট। চতুর্থ ম্যাচে গত শুক্রবার (১০ জানুয়ারি) ঢাকা ক্যাপিটালসকে হারিয়ে প্রথম জয়ের দেখা পায় সিলেট স্ট্রাইকার্স। এবার নিজেদের পঞ্চম ম্যাচে খুলনাকে হারিয়ে টানা দ্বিতীয় জয় তুলে নিয়েছে সিলট।
রবিবার (১২ জানুয়ারি) নিজেদের পঞ্চম ম্যাচে খুলনা টাইগার্সের বিপক্ষেও দারুণ এক জয় তুলে নেয় সিলেট। টসে হেরে আগে ব্যাট করতে নেমে রনি তালুকদার ও জাকির হাসানের দুর্দান্ত ব্যাটিংয়ে ১৮২ রান তুলে তারা। জবাবে ব্যাট করতে নেমে ১৭৪ রানেই থামে খুলনার ইনিংস। আর তাতেই ৮ রানের জয় পায় সিলেট।
খুলনার হয়ে আজ ওপেনিংয়ে নামেন উইলিয়াম বোসিস্টো ও মোহাম্মদ নাইম। তবে নিজেদের জুটিকে আজ বেশিদূর নিয়ে যেতে ব্যর্থ হন তারা। ৯ বলে ১১ রান করে নাহিদুল ইসলামের বলে বোল্ড হয়ে সাজঘরে ফিরে যান মোহাম্মদ নাইম। তার বিদায়ে ১৭ রানে প্রথম উইকেট হারায় খুলনা।
মোহাম্মদ নাইমের পর দ্রুত সাজঘরে ফিরে যান ইমরুল কায়েসও। ৩ বলে মাত্র ২ রান করে তানজিম হাসান সাকিবের বলে রনি তালুকদারের হাতে ক্যাচ তুলে দিয়ে সাজঘরে ফিরে যান তিনি। তর বিদায়ে ২৪ রানে ২ উইকেট হারায় খুলনা।
তৃতীয় উইকেট জুটিতে রাসুলিকে নিয়ে এগোনোর চেষ্টা করেন উইলিয়াম বোসিস্টো। কিন্তু দারউইস রাসুলিকে থামান রিস টপলি। আউট হওয়ার আগে তার ব্যাট থেকে আসে ৮ বলে ১৫ রান।
অধিনায়ক মেহেদী হাসান মিরাজও এ দিন সুবিধা করতে পারেননি। পাঁচ নম্বরে ব্যাটিং করতে নেমে ১৪ বল খেলে ১৫ রান করেই আউট হন তিনি। ওপেনার উইলিয়াম বোসিস্টো অবশ্য এক প্রান্ত আগলে রেখে এগোচ্ছিলেন, তবে রিস টপলি তাকে থামিয়ে দেন। ৪০ বলে ৪৩ রান করে অ্যারন জোন্সের ক্যাচ হয়ে ফেরেন তিনি।
শেষদিকে চেষ্টা করেছেন মোহাম্মদ নাওয়াজ। তবে তিনিও পারেননি, ১৮ বলে ৩৩ রান করে তানজিম সাকিবের বলে গালিতে জাকির হাসানের হাতে ক্যাচ দিয়ে ফেরেন তিনি। ৫ বলে ৪ রান করা জিয়াউর রহমান কাটা পড়েন রানআউটে।
শেষ পর্যন্ত চেষ্টা করেও দলকে জেতাতে পারেননি মাহিদুল ইসলাম অঙ্কন ও আবু হায়দার রনি। শেষ ওভারে ১৬ বলে ২৮ রান করে রানআউট হয়ে প্যাভিলিয়নে ফেরেন অঙ্কন। নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে খুলনা টাইগার্সের ইনিংস থামে ১৭৪ রানে। আর তাতেই ৮ রানের জয় পায় সিলেট। সিলেটের হয়ে তানজিম সাকিব, রিস টপলি ও রুয়েল মিয়া নেন দুটি করে উইকেট। নাহিদুল ইসলাম নিয়েছেন এক উইকেট।(ঢাকাটাইমস/১২ জানুয়ারি/এনবিডব্লিউ)

মন্তব্য করুন