তানজিদ-লিটনের জোড়া সেঞ্চুরিতে সর্বোচ্চ রানের রেকর্ড ঢাকা ক্যাপিটালসের

ক্রীড়া প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১২ জানুয়ারি ২০২৫, ২০:১৬
অ- অ+

ফেব্রুয়ারিতে মাঠে গড়াবে চ্যাম্পিয়ন্স ট্রফি। আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ১৫ জনের সেই দলে জায়গা হয়নি লিটন দাসের। আর এই দিনেই লিটন খেললেন দুর্দান্ত এক ইনিংস। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে দুর্বার রাজশাহীর বিপক্ষে আগে ব্যাট করতে নেমে রীতিমতো তান্ডব চালালেন ডানহাতি এই ব্যাটার। তুলে নিয়েছেন সেঞ্চুরি। অপর প্রান্তে তানজিদ তামিমও কম না, তিনিও পেয়েছেন সেঞ্চুরির দেখা।

ঝোড়ো ব্যাটিংয়ে রেকর্ড বইয়ের পাতা যেন ওলট-পালট দিলেন লিটন-তানজিদ। বিপিএলের ইতিহাসে সর্বোচ্চ রানের রেকর্ডটাও করে ফেললো ঢাকা ক্যাপিটালস। রাজশাহীর বিপক্ষে ২৫৪ রানের বিশাল সংগ্রহ দাঁড় করিয়েছে তারা। বিপিএল ইতিহাসে যা সর্বোচ্চ রানের রেকর্ড।

ঢাকার হয়ে আজ ওপেনিংয়ে নামেন লিটন দাস ও তানজিদ হাসান তামিম। আগের ম্যাচে ব্যর্থ হলেও আজ শুরু থেকেই দেখেশুনে খেলতে থাকেন। আজ ঘোষিত চ্যাম্পিয়ন ট্রফির দলে জায়গা না পেযে বিপিএলে খেলতে নেমেই জ্বলে উঠলেন লিটন দাস।

২৪ বলে অর্ধশতক তুলে নেওয়ার পর ৪৪ বলেই সেঞ্চুরি তুলে নেন তিনি। টি-টোয়েন্টি ক্যারিয়ারের প্রথম শতক এটি তার। বাংলাদেশিদের মধ্যে সবচেয়ে দ্রুততম এবং বিপিএল ইতিহাসে দ্বিতীয় দ্রুতগতির সেঞ্চুরি এখন লিটনের।

লিটনের পর আরেক প্রান্তে তানজিদ হাসান তামিমও খেলেছেন দুর্দান্ত এক ইনিংস। লিটনের পরে ৬২ বলে সেঞ্চুরি করেন বাঁহাতি এই ব্যাটার। অবশেষে ইনিংসের তিন বল বাকি থাকতে সাজঘরে ফেরেন তানজিদ। ৬৪ বলে ১০৮ রান করে শফিউলের বলে সোহাগ গাজীর হাতে ক্যাচ দিয়ে ফেরেন বাঁহাতি এই ব্যাটার।

(ঢাকাটাইমস/১২ জানুয়ারি/এনবিডব্লিউ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
এক মোটরসাইকেলে যাচ্ছিল ৪ বন্ধু, ট্রাক চাপায় প্রাণ গেল দুজনের
ভারতের সামরিক অভিযানের দ্রুত, দৃঢ় ও কঠোর জবাব দেওয়া হবে: পাকিস্তানের সেনাপ্রধান
সুনামগঞ্জে কোটি টাকা মূল্যের ভারতীয় ৯০টি গরুসহ নৌকা জব্দ 
সাবেক আইজিপি মোদাব্বির হোসেন চৌধুরীর ইন্তেকাল 
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা