চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাদ পড়ে জেদ থেকেই কি এমন ইনিংস? যা বললেন লিটন

ক্রীড়া ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৩ জানুয়ারি ২০২৫, ১১:৫৮| আপডেট : ১৩ জানুয়ারি ২০২৫, ১৩:৫৩
অ- অ+

ফেব্রুয়ারিতে মাঠে গড়াবে চ্যাম্পিয়ন্স ট্রফি। চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য রবিবার (১২ জানুয়ারি) দল ঘোষণা করেছে বিসিবি। ১৫ জনের সেই দলে জায়গা হয়নি লিটন দাসের। দল ঘোষণার দিন সিলেটে দুর্বার রাজশাহীর বিপক্ষে বিপিএলের ম্যাচে খেলতে নেমেছিলেন লিটন দাস। আর মাঠে নেমেই করলেন বাজিমাত। রাজশাহীর বিপক্ষে সন্ধ্যায় সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে লিটন তুলেছেন ঝড়।

৫৫ বলে থেমেছেন ১২৫ রান করে। অপরাজিত থেকে যখন মাঠ ছাড়ছেন তার আগেই হয়ে গিয়েছে বিপিএলে বাংলাদেশি ক্রিকেটারদের মাঝে দ্রুততম সেঞ্চুরির নতুন রেকর্ড।

দুপুরে বাদ পড়ার পরেই সন্ধ্যায় এমন খুনে মেজাজের ব্যাটিং। সংবাদ সম্মেলনে জানতে চাওয়া হয় দুর্বার রাজশাহীর বিপক্ষে কোনো জেদ নিয়ে নেমেছিলেন কি না।

জবাবে লিটন বলেন, ‘কোনো জেদ থেকে এই সেঞ্চুরি নয়। নির্বাচকেরা যেটা ভালো মনে করেছেন, সেভাবেই দল গড়েছেন। তিনি কেন দলে নেই, সেটা সবাই জানে। ওয়ানডেতে পারফরম্যান্স ভালো হচ্ছিল না। কাজেই এ সিদ্ধান্তে তার কোনো ক্ষোভও নেই।’

জাতীয় দলের এই ওপেনারের মন্তব্য, ‘আমার মনে হয় শেষ কয়েকদিন ধরে ক্রিকেট খুব একটা ভালো যাচ্ছিল না। চেষ্টা করব যে পারফরম্যান্সটা আজকে করেছি, বলব না যে, পরের দিন গেলেই একই পারফরম্যান্স হবে। তবে চেষ্টা থাকবে যেন ধারাবাহিকতা ধরে রাখা যায়।’

ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে লিটনের কাছে জানতে চাওয়া হয়েছিল চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে, ‘চ্যাম্পিয়ন্স ট্রফির বিষয়টা যদি বলেন, এটা আমার হাতে নাই। ওটা নির্বাচকদের কল সম্পূর্ণ। কাকে খেলাবে, কাকে খেলাবে না এটা তাদের কল। আমার কাজ হচ্ছে পারফর্ম করা, যেটা করতে পারছিলাম না এতদিন। ওটার জন্য আপসেট ছিলাম, কীভাবে ডেলিভার করা যায় পারফরম্যান্স।’

(ঢাকাটাইমস/১৩ জানুয়ারি/এনবিডব্লিউ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
এক মোটরসাইকেলে যাচ্ছিল ৪ বন্ধু, ট্রাক চাপায় প্রাণ গেল দুজনের
ভারতের সামরিক অভিযানের দ্রুত, দৃঢ় ও কঠোর জবাব দেওয়া হবে: পাকিস্তানের সেনাপ্রধান
সুনামগঞ্জে কোটি টাকা মূল্যের ভারতীয় ৯০টি গরুসহ নৌকা জব্দ 
সাবেক আইজিপি মোদাব্বির হোসেন চৌধুরীর ইন্তেকাল 
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা