টেকনাফে বন্যহাতির মৃত্যু

কক্সবাজার টেকনাফের পাহাড়ে একটি বন্যহাতির মৃত্যু হয়েছে। হাতির বয়স আনুমানিক ৮-১০ বছর হবে বলে ধারণা করা হচ্ছে।
শনিবার সকালে টেকনাফের হ্নীলা বিটের পাহাড়ি ছড়া থেকে ওই হাতিটা মৃত অবস্থায় পাওয়া যায়।
জানা গেছে, শনিবার সকালে টেকনাফের হ্নীলা বিটের পাহাড়ি ছড়া থেকে ৮-১০ বছরের একটা বন্যবাচ্চা হাতি মৃত অবস্থায় উদ্ধার করা হয়। পরে সুরতহাল শেষে পাহাড়ে মাটিচাপা দেওয়া হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে হাতিটি পাহাড় থেকে পড়ে গিয়ে মারা যেতে পারে।
এ বিষয়ে জানতে টেকনাফের রেঞ্জ অফিসার আব্দুর রশিদের মুঠোফোনে কল দিলেও রিসিভ না করায় বক্তব্য পাওয়া যায়নি।
(ঢাকা টাইমস/১৮জানুয়ারি/এসএ)

মন্তব্য করুন