টেকনাফে বন্যহাতির মৃত্যু 

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৮ জানুয়ারি ২০২৫, ১৮:৫৮| আপডেট : ১৮ জানুয়ারি ২০২৫, ১৯:৫৪
অ- অ+

কক্সবাজার টেকনাফের পাহাড়ে একটি বন্যহাতির মৃত্যু হয়েছে। হাতির বয়স আনুমানিক ৮-১০ বছর হবে বলে ধারণা করা হচ্ছে।

শনিবার সকালে টেকনাফের হ্নীলা বিটের পাহাড়ি ছড়া থেকে ওই হাতিটা মৃত অবস্থায় পাওয়া যায়।

বিষয়টি নিশ্চিত করেছেন টেকনাফের এক বনকর্মী।

জানা গেছে, শনিবার সকালে টেকনাফের হ্নীলা বিটের পাহাড়ি ছড়া থেকে ৮-১০ বছরের একটা বন্যবাচ্চা হাতি মৃত অবস্থায় উদ্ধার করা হয়। পরে সুরতহাল শেষে পাহাড়ে মাটিচাপা দেওয়া হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে হাতিটি পাহাড় থেকে পড়ে গিয়ে মারা যেতে পারে।

এ বিষয়ে জানতে টেকনাফের রেঞ্জ অফিসার আব্দুর রশিদের মুঠোফোনে কল দিলেও রিসিভ না করায় বক্তব্য পাওয়া যায়নি।

(ঢাকা টাইমস/১৮জানুয়ারি/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
বিশ্বে প্রথম এইডস টিকা তৈরির কাজ শুরু করল রাশিয়া
মালয়েশিয়া জনশক্তি রপ্তানিতে মানবপাচার চক্রের বিরুদ্ধে মামলা, তালিকায় যাদের নাম
সবজিসহ নিত্যপণ্যের দাম ঊর্ধ্বমুখী, অস্বস্তিতে ক্রেতারা
বিশ্ববাজারে কমলো স্বর্ণের দাম
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা