বেনাপোলে ৩০ হাজার ডলারসহ ৪০ লাখ টাকার চোরাই পণ্য জব্দ

বেনাপোল প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৯ জানুয়ারি ২০২৫, ১১:০০
অ- অ+

বেনাপোল সীমান্তে চোরাচালানবিরোধী অভিযানে ৩০ হাজার মার্কিন ডলারসহ ৪০ লাখ টাকা মূল্যের বিভিন্ন প্রকার ভারতীয় মালামাল জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ- বিজিবি।

রবিবার যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের কমান্ডিং অফিসার লে. কর্নেল সাইফুল্লাহ সিদ্দিকী সাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বিজিবি জানায়, শনিবার রাতে শাহজাদপুর সীমান্তে চোরাচালানবিরোধী অভিযান চালায় বিজিবি। এসময় চোরাকারবারীরা বিজিবির উপস্থিতি টের পেয়ে সীমান্ত পেরিয়ে বাংলাদেশের অভ্যন্তরে ঢোকা মাত্রই একটি গামছা ফেলে নদীতে ঝাঁপ দেয়। সাঁতার কেটে তারা নদী পার হয়ে ফের ভারতে চলে যায়। পরে গামছায় মোড়ানো ৩০ হাজার মার্কিন ডলার জব্দ করা হয়।

এছাড়া বেনাপোলের আমড়াখালী চেকপোস্ট ও বেনাপোল বিওপিসহ বিভিন্ন সীমান্ত এলাকায় চোরাচালান ও মাদকবিরোধী অভিযান চালিয়ে ভারতীয় মদ, বিভিন্ন প্রকার ওষুধ, পান মসলা, সিগারেট এবং বিভিন্ন ধরনের কসমেটিকস পণ্য জব্দ করেছে বিজিবি। যেগুলোর মূল্য প্রায় ৪০ লাখ ৫২ হাজার টাকা।

(ঢাকাটাইমস/১৯জানুয়ারি/এজে)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ধার পরিশোধ না করায় এসবি’র সাবেক এসপি নিহার রঞ্জনের পদাবনতি
বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের নতুন চেয়ারম্যান শেখ বশিরউদ্দীন
কমিউনিটি ব্যাংকের পরিচালনা পর্ষদের ৬৮তম সভা অনুষ্ঠিত
কুষ্টিয়ায় মেঘনা ব্যাংকের নতুন এজেন্ট আউটলেটের যাত্রা শুরু
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা