চাঁদপুর প্রেসক্লাবের কার্যনির্বাহী পরিষদের অভিষেক

বর্ণিল আয়োজন ও আনন্দঘন পরিবেশে চাঁদপুর প্রেসক্লাবের ২০২৫ সালের কার্যনির্বাহী পরিষদের অভিষেক অনুষ্ঠিত হয়েছে।
শনিবার রাতে প্রেসক্লাব ভবনের তৃতীয় তলায় আয়োজিত অনুষ্ঠানে প্রেসক্লাবের সকল সদস্য, পরিবারবর্গ ও আমন্ত্রিত অতিথিরা অংশগ্রহণ করেন।
বিশেষ অতিথির বক্তব্য দেন চাঁদপুরের পুলিশ সুপার (এসপি) মুহম্মদ আব্দুর রকিব। তিনি বলেন, অনেক কঠিন কাজকে খুব সহজভাবে সাংবাদিকরা গণমাধ্যমে উপস্থাপন করেন। কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে ইতোমধ্যে আমরা ব্যবস্থা নিয়েছি। অস্ত্রসহ আমরা বেশ কিছু সদস্য গ্রেপ্তার করেছি। চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি রহিম বাদশার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক কাদের পলাশের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য দেন চাঁদপুর জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিক, চাঁদপুর সেনাবাহিনীর ক্যাম্পের মেজর মোহাম্মদ আশিকুর রহমান আশিক, চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. এ কে এম মাহবুবুর রহমান, নৌ পুলিশ চাঁদপুর অঞ্চলের অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল্লাহ আল মামুন, চাঁদপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শাখাওয়াত জামিল সৈকত, চাঁদপুর জেলা শিক্ষা মাধ্যমিক কর্মকর্তা মোহাম্মদ রুহুল্লা।
এদিকে প্রধান অতিথি ও বিশেষ অতিথির হাত থেকে অভিষিক্ত হন কার্যনির্বাহী কমিটির সদস্যরা। এছাড়া অভিষিক্তদের মধ্যে অনেক সিনিয়র সদস্য অনুভূতি ব্যক্ত করেন। বিশেষ করে আমন্ত্রিত বেশ কয়েকজন অতিথিকে সংবর্ধনা প্রদান করা হয়।
(ঢাকা টাইমস/১৯জানুয়ারি/এসএ)

মন্তব্য করুন