তজুমদ্দিনে কুখ্যাত আব্বাস ডাকাত গ্রেপ্তার

ভোলার তজুমদ্দিন উপজেলায় থেকে আব্বাস বাহিনীর প্রধান মো. আব্বাস ওরফে আব্বাস ডাকাতকে গ্রেপ্তার করেছে র্যাব-৮।
সোমবার বিকালে উপজেলার গোলকপুর সাকিনস্থ মুচি বাড়ির কোণ থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
জানা যায়, সোমবার বিকাল সাড়ে ৫টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৮ বরিশালের অধীনস্থ র্যাব ক্যাম্প, ভোলা এর একটি আভিযানিক টহল দল অভিযান চালিয়ে আলোচিত এবং দুর্র্ধষ আব্বাস বাহিনীর প্রধান মো. আব্বাস ওরফে আব্বাস ডাকাতকে ভোলার তজুমদ্দিন থানাধীন গোলকপুর সাকিনস্থ মুচি বাড়ির কোণ থেকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত আসামি আব্বাস ডাকাতের বিরুদ্ধে ভোলা জেলাসহ আশপাশের জেলার বিভিন্ন থানায় ডাকাতি, চাঁদাবাজি, হত্যার উদ্দেশ্যে মানুষ হরণ বা অপহরণ, বিষাক্ত দ্রব্য ব্যবহারের মাধ্যমে চুরি, সরকারী কর্মকর্তাকে তাহার কর্তব্য কাজে বাধাদান পূর্বক আঘাত করাসহ বিভিন্ন মারামারির ঘটনায় ১০টি মামলা রয়েছে।
আসামির বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করার জন্য তজুমদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার কাছে হস্তান্তর করা হয়েছে।
(ঢাকা টাইমস/২১জানুয়ারি/এসএ)

মন্তব্য করুন