ভূঞাপুরে ট্রাকচাপায় বিদ্যুৎকর্মী নিহত

টাঙ্গাইলের ভূঞাপুরে বিআরটিসি ট্রাকচাপায় মাহবুব আলম (২৫) নামে এক বিদ্যুৎকর্মী নিহত হয়েছেন। এ ঘটনায় অপর এক ব্যক্তি গুরুতর হয়েছেন। সোমবার ভোর ৬টার দিকে তারাকান্দি-ভূঞাপুর আঞ্চলিক মহাসড়কের উপজেলার অর্জনা ইউনিয়নের কুঠিবয়ড়া বাজার মোড়ে এ দুর্ঘটনা ঘটে।
নিহত মাহবুব আলম গোপালপুর উপজেলার বসুবাড়ী গ্রামের শহিদুল ইসলামের ছেলে। তিনি জামালপুরের সরিষাবাড়ী পল্লী বিদ্যুৎ জোনাল অফিসের লাইনম্যান। আহত ব্যক্তির পরিচয় জানা যায়নি। তবে স্থানীয়রা তাকে উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠালে সেখানকার কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য ঢাকা রেফার্ড করেন।
নিহত মাহবুবের চাচা মিজানুর রহমান জানান, আমার ভাতিজা ভোরে তার কর্মস্থল থেকে মোটরসাইকেলে ভূঞাপুরের উদ্দেশে রওনা দেন। পথিমধ্যে ভূঞাপুরের কুঠিবয়ড়া নামকস্থানে পৌঁছলে তারাকান্দিগামী বিআরটিসির একটি ট্রাক (ঢাকা মেট্রো ট ২২-৯৭০২) তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলে তিনি মারা যান এবং তার সাথে থাকা অপরজন গুরুতর আহত হন। ট্রাকচালক পালিয়ে যান।
এ ব্যাপারে ভূঞাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) একেএম রেজাউল করিম বলেন, নিহতের ঘটনায় কোনো অভিযোগ পাইনি। ট্রাকটি উদ্ধার করে থানায় রাখা হয়েছে। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
(ঢাকা টাইমস/২৭জানুয়ারি/এসএ)

মন্তব্য করুন