কুষ্টিয়ায় কলেজছাত্রীর আত্মহত্যা

কুষ্টিয়ার কুমারখালীতে নাছরিন খাতুন (২০) নামে এক কলেজছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রবিবার রাতে উপজেলার শিলাইদহ ইউনিয়নের আড়পাড়া এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
নিহত নাছরিন একই এলাকার সাবাস উদ্দিনের মেয়ে। তিনি কুমারখালী সরকারি কলেজের ডিগ্রি দ্বিতীয় বর্ষের ছাত্রী।
নিহতের চাচা আজিবার রহমান বলেন, নাছরিনের মা আত্মীয় বাড়িতে গিয়েছিল। বাবা তাকে ভাত রান্না করতে বলেছিল। রান্না না করায় বাবা তার সাথে রাগারাগি করেছিল। সেই অভিমানে নিজঘরে আড়ার সঙ্গে গলায় রশি পেঁচিয়ে আত্মহত্যা করেছে। তার ভাষ্য, কোনো অভিযোগ না থাকলেও মরদেহটি মর্গে পাঠিয়েছে পুলিশ।
শিলাইদহ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গাজী হাসান তারেক বিপ্লব বলেন, মেয়েটি মানসিক রোগী ছিল বলে তিনি জানতে পেরেছেন। তবে এ বিষয়ে কথা বলতে রাজি হননি নিহত কলেজছাত্রীর বাবা ও মা।
কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোলায়মান শেখ বলেন, খবর পেয়ে এক কলেজছাত্রীর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট হাতে পেলে প্রকৃত ঘটনা জানা যাবে।
বাবার সঙ্গে অভিমান করে আত্মহত্যার ঘটনা ঘটেছে বলে প্রাথমিক ধারণা করছেন তিনি।
(ঢাকা টাইমস/২৭জানুয়ারি/এসএ)

মন্তব্য করুন