প্লে-অফে যেতে খুলনার দরকার ১২৪ রান

ক্রীড়া প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০১ ফেব্রুয়ারি ২০২৫, ১৫:১৯
অ- অ+

জিতলে নিশ্চিত হবে শেষ চার, আর হারলে বিদায় নিতে হবে আসর থেকে এমন সমীকরণের ম্যাচে ঢাকার বিপক্ষে দুর্দান্ত বোলিং করেছে খুলনা টাইগার্স। প্লে-অফের লড়াই থেকে আগেই ছিটকে গেছে ঢাকা ক্যাপিটালস। তবে শেষটা জয় দিয়ে রাঙাতে চায় লিটন-তামিমরা। সেই লক্ষে টস জিতে ব্যাটিংয়ে নেমে খুলনার বোলিং তোপে অল্পতেই গুটিয়ে গেছে শাকিব খানের ঢাকা।

শনিবার (১ ফেব্রুয়ারি) মিরপুরে টস জিতে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১২৩ রান সংগ্রহ করেছে ঢাকা। দলের হয়ে সর্বোচ্চ ৩৭ বলে ৫৮ রান করেছেন তানজিদ তামিম।

চলতি বিপেএলে নিজেদের শেষ ম্যাচে ঢাকার হয়ে আজ ওপেনিংয়ে নামেন তানজিদ হাসান তামিম ও লিটন দাস। ক্রিজে নেমেই খুলনার বোলারদের ওপর চড়াও হয়ে খেলতে থাকেন তানজিদ হাসান তামিম। তানজিদ চড়াও হয়ে খেলতে থাকলেও তাকে সঙ্গ দিতে ব্যর্থ হন লিটন দাস।

১০ বলে ১০ রান করে মেহেদী হাসান মিরাজের বলে মুশফিক হাসানের হাতে ক্যাচ তুলে দিয়ে সাজঘরে ফিরে যান লিটন দাস। তার বিদায়ে ২৯ রানে ওপেনিং জুটি ভাঙে ঢাকার।

লিটন দাস ফিরে গেলেও হাবিবুর রহমান সোহানকে সঙ্গে নিয়ে নিজের ব্যাটিং তাণ্ডব জারি রাখেন তানজিদ। তবে লিটনের মতো হাবিবুর রহমানও ব্যর্থ হন তানজিদকে সঙ্গ দিতে। ৮ বলে মাত্র ৩ রান করে হাসান মাহমুদের বলে মাহিদুল ইসলাম অঙ্কনের হাতে ক্যাচ তুলে দিয়ে সাজঘরে ফিরে যান হাবিবুর রহমান। তার বিদায়ে ভাঙে ২৪ রানের জুটি।

হাবিবুর রহমানের বিদায়ের পর ক্রিজে আসেন ফরমানুল্লাহ সাফি। তাকে সঙ্গে নিয়ে দেখেশুনে খেলতে থাকেন তানজিদ হাসান তামিম। স্রোতের বিপরীতে দাঁড়িয়ে খুলনার বিপক্ষে ২৮ বলে অর্ধশতক তুলে নেন তিনি।

তানজিদ অর্ধশতক তুলে নিলেও লিটন আর হাবিবুর রহমানের মতো ফরমানুল্লাহ সাফিও দ্রুত ফিরে যান সাজঘরে।

উইলিয়াম বোসিস্টোর বলে জিয়াউর রহমানের হাতে ক্যাচ তুলে দিয়ে সাজঘরে ফিরে যান ফরমানুল্লাহ সাফি। আউট হওয়ার আগে করেন ২০ বলে ৭ রান। তার বিদায়ে ৮১ রানেই ৩ উইকেট হারিয়ে চাপে পড়ে ঢাকা।

দলের বিপদ আরও বাড়িয়ে এরপর একে একে সাজঘরে ফিরে যান তানজিদ হাসান তামিম, থিসারা পেরেরা, রিয়াজ হাসান ও রহমত আলী। তানজিদ হাসান তামিম ৩৭ বলে ৫৮, থিসারা পেরেরা ও রহমত আলী শূন্য রান আর রিয়াজ হাসান ১০ বলে ৫ রান করে ফিরে যান সাজঘরে। তাদের দ্রুত বিদায়ে ৯৪ রানেই ৭ উইকেট হারিয়ে খাদের কিনারায় চলে যায় খুলনা।

এরপরেই জুটি গড়ে দলকে খাদের কিনারা থেকে টেনে তোলার চেষ্টা করেন সাব্বির রহমান ও মেহেদী হাসান রানা। অষ্টম তারা গড়েন ২৬ রানের জুটি। সাব্বির রহমান ১৭ বলে ২০ ও মেহেদী হাসান রানা ১১ বলে ১৩ রান করে ফিরে যান সাজঘরে।

অষ্টম উইকেটে তাদের এই ২৬ রানের জুটিতে ভর করে নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১২৩ রানে থামে ঢাকা।

খুলনা টাইগার্সের হয়ে হাসান মাহমুদ ও উইলিয়াম বোসিস্টো দুটি করে উইকেট শিকার করেন। এ ছাড়াও নাসুম আহমেদ, মেহেদী হাসান মিরাজ, মুশফিক হাসান, জিয়াউর রহমান ও মোহাম্মদ নাওয়াজ একটি করে উইকেট শিকার করেন।

(ঢাকাটাইমস/০১ফেব্রুয়ারি/এনবিডব্লিউ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
আসিয়ানের যুদ্ধবিরতির উদ্যোগে থাইল্যান্ডের অনীহা, হতাহত বাড়ছে সীমান্তে
দগ্ধদের মধ্যে ৫ জনের অবস্থা আশঙ্কাজনক: বার্ন ইনস্টিটিউট
মেঘনার পানি বিপৎসীমার ওপরে, উপকূলীয় অঞ্চল প্লাবিত
মির্জাপুরে টনসিলের অস্ত্রোপচারের পর শিশুর মৃত্যু  
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা